Nojoto: Largest Storytelling Platform

হাঙ্গামা করে সাংসদদের বলার অধিকার কাড়া হচ্ছে! অধি

হাঙ্গামা করে সাংসদদের বলার অধিকার কাড়া হচ্ছে! অধিবেশন শুরুর আগে মোদীর নিশানায় বিরোধীরা

বিরোধী সাংসদদের একাংশের প্রশংসাও করেছেন মোদী। তাঁর কথায়, “বিরোধী সাংসদদের কেউ কেউ সংসদে দায়িত্বশীল আচরণ করেন।” অনেকের ধারণা, বিরোধী জোটে ফাটল ধরাতেই কৌশলী মন্তব্য মোদীর।

ফের কংগ্রেস-সহ বিরোধী দলগুলিকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে সংসদ ভবনের বাইরে বক্তৃতা করেন তিনি। নিজের বক্তব্য, শীতকালীন অধিবেশন গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, “২০২৪ সালে এটাই সংসদের শেষ অধিবেশন।” সব সাংসদকে এই অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

©BANGLE TIMES #Parliament_Winter_Season
হাঙ্গামা করে সাংসদদের বলার অধিকার কাড়া হচ্ছে! অধিবেশন শুরুর আগে মোদীর নিশানায় বিরোধীরা

বিরোধী সাংসদদের একাংশের প্রশংসাও করেছেন মোদী। তাঁর কথায়, “বিরোধী সাংসদদের কেউ কেউ সংসদে দায়িত্বশীল আচরণ করেন।” অনেকের ধারণা, বিরোধী জোটে ফাটল ধরাতেই কৌশলী মন্তব্য মোদীর।

ফের কংগ্রেস-সহ বিরোধী দলগুলিকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে সংসদ ভবনের বাইরে বক্তৃতা করেন তিনি। নিজের বক্তব্য, শীতকালীন অধিবেশন গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, “২০২৪ সালে এটাই সংসদের শেষ অধিবেশন।” সব সাংসদকে এই অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

©BANGLE TIMES #Parliament_Winter_Season
bangletimes2800

BANGLE TIMES

New Creator