Nojoto: Largest Storytelling Platform

জানো রাতের আঁধারে আজ হঠাৎ করে ঘুমটা গেছে ভেঙে, জা

জানো
 রাতের আঁধারে আজ হঠাৎ করে ঘুমটা গেছে ভেঙে,
জানিনা কেন নিজের না চাওয়াতেও তুমি এসেছিলে আজ আমার স্বপ্নে।।
বাকি প্রহরটুকু বিদায় নিয়েছে আমার কাছ থেকে
 তোমার কথা ভাবতে গিয়ে🧸
মনকে অবশ্য প্রশ্ন করেছিলাম যে তোর নামে অভিযোগ জানায় অন্যের কাছে বিরক্তির কারণ হওয়ার জন্যে বেহায়ার মত করে তাকেই কেন মনে করিস সারাটি ক্ষণে 😑
জানিনা, আরো কতদিন পরে দেখবো তোমাকে তবে বিশ্বাস করো এই বোকা মন সারাক্ষণ যে তোমায় বড্ড Miss করে😒

©susanta barman
  #citylight