Nojoto: Largest Storytelling Platform

-:নির্মল সঙ্গীত কাব্য-১২৬:- গৌতম পড়ুয়া"নির্মল"।

-:নির্মল সঙ্গীত কাব্য-১২৬:-
  গৌতম পড়ুয়া"নির্মল"।
নয়ন মেলিয়া যাহা নাহি দেখি
নয়ন মুদিয়া দেখিতে পাই, 
অন্তরতম কী সুন্দরম 
হেরি অন্তরে রই-
নয়ন ভিতরে যাহা রহিয়াছে
বাহির নয়নে সে আলো নাই।। 
জ্বালো জ্বালো তুমি জ্বালো
তব নিভৃত অন্তর আলো
আঁধার হৃদয়ে গোপনে, 
যাহার পরশে মনোহর বেশে
মনোময় আসে আসে মনে, 
মন বয়ে চলে সুদূর নিখিলে
তাহার বাঁধন ভুবনে নাই  
তাহার প্রকাশ হৃদয় আকাশ
হৃদয় আকাশে তাহার ঠাঁই।। 
নয়ন মুদিয়া হেরো হৃদি বনে
ভ্রমিতেছে কানু রাধিকা সই
অপরূপ আলো বহিছে ভুবনে
তাহার প্রকাশ মরমে তাই। 
আলো আলো শুধু আলো
যত ভেদিয়া ভুবন কালো
নাহি তাহার শুরু নাহিকো শেষ, 
যতই চাহিবে ততই পাহিবে
নুতন শুধু নুতন দেশ, 
তাহার লাগিয়া প্রহর জাগিয়া
সকল ত্যাগিয়া সুদূরে ধাই
সে ধন যতনে রহিয়াছে মনে
কোথাও কোথাও সে ধন নাই।।

©Goutam Parua"নির্মল"।
  -:নির্মল সঙ্গীত কাব্য-১২৬:-
  গৌতম পড়ুয়া"নির্মল"।
নয়ন মেলিয়া যাহা নাহি দেখি
নয়ন মুদিয়া দেখিতে পাই, 
অন্তরতম কী সুন্দরম 
হেরি অন্তরে রই-
নয়ন ভিতরে যাহা রহিয়াছে
বাহির নয়নে সে আলো নাই।।

-:নির্মল সঙ্গীত কাব্য-১২৬:- গৌতম পড়ুয়া"নির্মল"। নয়ন মেলিয়া যাহা নাহি দেখি নয়ন মুদিয়া দেখিতে পাই, অন্তরতম কী সুন্দরম হেরি অন্তরে রই- নয়ন ভিতরে যাহা রহিয়াছে বাহির নয়নে সে আলো নাই।। #শায়রি

686 Views