Nojoto: Largest Storytelling Platform

দশম বর্ষ ----------- একক থেকে দশকে পা, গুটি গুট

দশম বর্ষ
----------- 

একক থেকে দশকে পা, 
গুটি গুটি কাটে দিনক্ষণ। 
জমায়েতে ছিল শুভ মহরৎ,
কষ্টি যাচাই আছে দুটি মন।

স্রোতের তাগিদে এল আর গেল,
কিছু থেকে গেল ছাঁকনিতে পড়ে; 
তলানিই জানে কারা সুধীজন।

সুখের পায়রা সহজলভ্য, 
নেকুপুসু যত আয়োজন। 
বেশীটা সময় খেয়ে নিল এরা, 
আমোদ প্রমোদ আহ্লাদী প্রাণ।

তবু রয়ে গেছে ভাললাগা দুটি, 
শেষ হয়নি, আছে পথচলা বাকি;
রয়ে গেছে শুধু যেটা প্রয়োজন।। Doshom Borsho
#yqdada #yqbengali #yqbaba #yopowrimo
দশম বর্ষ
----------- 

একক থেকে দশকে পা, 
গুটি গুটি কাটে দিনক্ষণ। 
জমায়েতে ছিল শুভ মহরৎ,
কষ্টি যাচাই আছে দুটি মন।

স্রোতের তাগিদে এল আর গেল,
কিছু থেকে গেল ছাঁকনিতে পড়ে; 
তলানিই জানে কারা সুধীজন।

সুখের পায়রা সহজলভ্য, 
নেকুপুসু যত আয়োজন। 
বেশীটা সময় খেয়ে নিল এরা, 
আমোদ প্রমোদ আহ্লাদী প্রাণ।

তবু রয়ে গেছে ভাললাগা দুটি, 
শেষ হয়নি, আছে পথচলা বাকি;
রয়ে গেছে শুধু যেটা প্রয়োজন।। Doshom Borsho
#yqdada #yqbengali #yqbaba #yopowrimo
gourabdey9800

Gourab Dey

New Creator