Nojoto: Largest Storytelling Platform
gourabdey9800
  • 38Stories
  • 0Followers
  • 0Love
    0Views

Gourab Dey

  • Popular
  • Latest
  • Video
25eb4e4d1ed548f6930fe833d067c5d2

Gourab Dey

বলাকা
———

পথ হ’তে প্রান্তরে ভেসে চলা, 
শিউলির আঘ্রানে নেয়ে;
দিক ভুল করা বিমর্ষ বলাকা। 

আলুথালু অবকাশে চেনা ডাক,
অফুরান অভ্যাসে সান্ধ্যপ্রদীপ;
অক্ষয় হ’য়ে বেঁচে থাক। 

অতীতের তনুকার গহন বেলা,
ঝরে পড়ে পর্ণমোচীর অভিমান;
আর র’য়ে যায় বাকী ফেরার পালা। 

-গৌরব দে

 #yqdidi #yqbaba #yqdada #yqbengali #bengali
25eb4e4d1ed548f6930fe833d067c5d2

Gourab Dey


পরমাত্মা
———-

বেলাভূমি পার ক’রে-
মাছরাঙা নীল,
এ জীবন, যাপনের অভিপ্রায়- 
রেখে যায় অন্তমিল।
ছুটে চলা দিনলিপি-
একান্ত ক্লান্তি,
কোনা খুঁজে চুপ করে মুখ গোঁজে;
আর দিগন্তে উড়ে যায় বেপরোয়া-
প্রবাসী গাঙচিল। 
সময় মিটিয়ে দেয় দেনা-পাওনা সব,
শুধু হিসেবের ধারবাকী, বেঁচে থাকার-
আশ্বাস, প’রে থাকে জমা হয়ে;
আলগোছে শুভ্রসুন্দর-
বিশ্বাসী চন্দ্রিল॥

-গৌরব দে #yqdada #yqdidi #yqbaba #poems #poetry
25eb4e4d1ed548f6930fe833d067c5d2

Gourab Dey

রাজলক্ষী
————

ঢেউ গুনে গুনে অক্লেশে,
বীপ্সা সোহাগের পূর্ণিমা;
একা একা দিন গোনে, 
অবিতথ অভিসম্পাতে।

সময়ের পরতে পরতে,
অলাতচক্রে বারেবারে;
শ্রীকন্তরা ভুলে গেলেও-
রাজলক্ষীরা মনে রাখে।

-গৌরব দে #piccontest115

এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি ছোটো কোট – ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে।

Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। 

ক্যাপশনে রেখো #piccontest115 #YourQuoteAndMine
Collaborating with YourQuote Dada

#piccontest115 এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি ছোটো কোট – ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে। Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। ক্যাপশনে রেখো #piccontest115 #YourQuoteAndMine Collaborating with YourQuote Dada #piccontest115

25eb4e4d1ed548f6930fe833d067c5d2

Gourab Dey

আলেয়া
———

রাত পোহালে ছাতিমতলার ঘ্রান,
কান্না ভাঙে ইছামতীর পাড়ে;
শিশির ভোরে প্রজাপতির ডানা,
আলতো করে পাপড়ি মেলে ধরে।

নরম আলোর ভাটিয়ালি বিষন্নতা,
অল্পসুখে বিষাদ বহুল ঘুম;
পথচলতি নুড়ি-কাঁকরের বাঁকে,
জমতে থাকা আলেয়ার মরশুম।

উজান রোদে বিছানো আবদারে,
বয়ে চলে যায় ছলাৎ ছলাৎ জল;
দিনের শেষে নৌকা গুণ টানে,
রোদ ফুরানো শুকতারা অবিচল। 

-গৌরব দে #yqbaba #yqdada #yqdidi #poem #bengali #bengali_poem #bengalipoem #poetry
25eb4e4d1ed548f6930fe833d067c5d2

Gourab Dey

স্বপ্নবার্তা
———-
উচ্চশিখরে স্বপ্নিল আমি,
স্বপ্নের রঙে ধুয়ে মুছে সাফ;
বাস্তব যেথা কর্দমাক্ত,
ছন্দপতন, গম্ভীর শ্বাস।
নীল আকাশের সংকেতবাণী,
আকাশকুসুম বুক চিরে আনি;
সবুজ রঙের নীলাভ আকাশ,
স্বপ্নের কোলে হাতড়িয়ে খুঁজি।

জীবন খাতার পাতায় পাতায়- 
কালো অক্ষরে গোটাগোটা লেখা;
পড়ছ হয়ত অন্যকিছু,
প্রচ্ছদ বলে অন্য কথা। 
আবছা রঙের সুখস্মৃতিগুলি,
মনখারাপের সাদাকালো ছায়া;
স্পষ্টভাবেই গ্রাস করে নেয়,
অস্পষ্ট সেই আনন্দধারা।

সুনিবিড় সেই ছায়া সুকোমল,
ঠান্ডা বড়ই ঠান্ডা লাগে;
আমি চাই যে উষ্ণ কিছু,
লু-সতেজের জোয়ার আনে।
স্বপ্ন তুমি হারিয়ে যেওনা,
দিয়োনাকো ফেলে আমাকে একা;
বাস্তব আমি করবই রঙিন,
প্রয়োজন শুধু পাশাপাশি থাকা।

ওই দেখো তুমি দিগন্তে লাল;
বলবে কি তুমি এটাও স্বপন?
ভবিষ্যতের উজ্জ্বল জ্যোতি-
টেনে নিয়ে এসে বাস্তব করো।

-গৌরব দে #yqdidi #yqbaba #yqdada #yqbengali #yqbangla #yqpoetry #yqkobita
25eb4e4d1ed548f6930fe833d067c5d2

Gourab Dey

অজপ
——-
ঝিল ভরা চোখে তুমি,
ওই দূরে, বহুদূরে-
সময়ের কাছে।
এই পার, ওই পার,
ছুঁয়ে দেখা, কাঙালি আমি।
মনখারাপের জানালায়,
উঁকি দেয়-
একফালি রোদ; 
টুপুর-টাপুর,
ভালোবাসতে ইচ্ছে করে।
আবছায়া ফিরে পাওয়া,
একচিলতে নদী;
বাঁক নেয়, না,আর না;
স্তব্ধ থাকুক এইকটা লাইন,
জীবনের বুকে।
তবু কেন বাঁচতে ইচ্ছে করে? 
চোখবুজে, একমনে;
টুপুর-টাপুর-
ভালোবাসতে ইচ্ছে করে!
নীরব ঠোঁটের ফাঁকে-
ভালোবাসা মাখা,
অবিরাম কথা বলা-
একটুকরো ব্যথা,
জড়িয়ে ধরে বুক চেপে; 
তবু জানি, না আর না।
স্তব্ধ থাক এই কটা লাইন,
আঙুলের ফাঁকে;
এই কাগজের বুকে।।

-গৌরব দে #yqdada #yqdidi #yqbaba
25eb4e4d1ed548f6930fe833d067c5d2

Gourab Dey

স্বপ্ন
—-

হয়ত কেউ স্বপ্ন দেখছে আমি হয়ে। 
হেঁটে-চলে বেড়াচ্ছি তার মানসপটে,
ক্রমাগত, শেষ দিন অবধি;
কাল রাতের স্বপ্নে দেখা দোয়েল পাখিটা,
আসলে জানান দিল-
এ তুমি, তোমার তুমি নও;
মানুষ হয়ে চলে বেড়াচ্ছি তার স্বপ্নের ভেতর,
উন্মুক্ত অবকাশে;
উড়ে বেড়াবার আছিলায় দুদন্ড জিরিয়ে নিচ্ছি-
মাটিতে পা ঠেকিয়ে,
ঘুম ভেঙে জেগে উঠব বলে। 

-গৌরব দে
 #yqdada
#yqdidi
#yqpoetry
25eb4e4d1ed548f6930fe833d067c5d2

Gourab Dey

শালুক পাতা
—————

কখনও ভাবি একা একা হেঁটে যাব,
 শালুক পাতার আহ্বানে।
দিন দিন দেখা হবে গ্লানি ভেজা প্রত্যুষ;
সময়ের পরিসরে অক্লেশে।
বালিকা বেলায় শীতঘুম দিয়ে-
পার হয়ে যাব মহাকাশ।
অনাবিল স্নেহে গা ভাসিয়ে,
জেগে উঠবে লক্ষকোটি সফেন বালুকনা।

খোঁজ নিয়ে ফিরে এসে বলবে-
এ জীবন তুমি পাপস্খলনে কেমন আছো?

-গৌরব দে
 #yqdada
#yqdidi
25eb4e4d1ed548f6930fe833d067c5d2

Gourab Dey

শুচিতা
———
বিশ্বাস করোনা তুমি পদে পদে,
গুটিসুটি হয়ে সিঁটিয়ে থাকো-
চড়কীর মতো। 
তবুও নিস্তার নেই,
ভেঙে ভেঙে আগুন জ্বালাতে তুমি-
চোখে চোখে জল আনো। 
জানি তোমার দোষ অনেক,
কম নেই কিছু আমারও। 
শ্লথ গতিতে চেনা চেনা সুর,
এখনো কোথাও গোধূলিকে ডাকে;
হাঁক দিয়ে যায় শুচিতা। 
একবার আঙুলে জল ছোঁয়াবে?
গলে যাবে সমস্ত ভুল। 
কাছে ডাকা যাবে মহাকাশ কে-
ফেরার কথা বলব বলে;
দুজনে মিলে। 

-গৌরব দে
 #yqdada #yqdidi
25eb4e4d1ed548f6930fe833d067c5d2

Gourab Dey

আমার মা
————

মা আমার নিজের মানুষ,
একান্তই ব্যক্তিগত।  
শাড়ির আঁচল গুছিয়ে নিলে,
আশ্বাসটুকু নিজের মতো। 
মায়ের হাতের রান্না যেমন,
মুখে দিলেই বাড়ির মতন। 
তেমনি মায়ের আপিস যাওয়া,
সবগুছিয়ে জীবনযাপন। 

প্রথম নারী মাকে চেনা,
মানুষ হওয়ার হাতেখড়ি। 
নাড়ির টানের মাহাত্ম্য কি,
মা ডাকলেই বুঝতে পারি। 
আজকে যখন সব বলিনা,
মা তবুও ঠিক বুঝে যায়। 
মায়ের কাছে যাব বলে,
রাত পোহালে ঘুম ভেঙে যায়। 

-গৌরব দে
 #yqdidi #yqdada
loader
Home
Explore
Events
Notification
Profile