আড়াই কোটি কর্মসংস্থান সৃষ্টি, করছাড় বাড়ানো হবে ১০ গুণ! প্রতিশ্রুতি দিলেন কমলা নিউ হ্যাম্পশায়ার প্রদেশের পোর্টসমাউথ শহরে জনসভায় কমলা জানান, প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে তিনি ছোট ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করবেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে তিনি অন্তত আড়াই কোটি ছোট ব্যবসার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন। যাঁরা সেই কর্মসূচিতে অংশ নেবেন, তাঁদের করছাড়ের হার ১০ গুণ বাড়বে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী কমলা হ্যারিস বুধবার এই প্রতিশ্রুতি দিলেন। ©BANGLE TIMES #US_Presidential_Election_2024