Nojoto: Largest Storytelling Platform

আমার মা আসচ্ছে বলে ,পড়ছে মনে অনেক কথা, স্মৃতি ঘেট

আমার মা আসচ্ছে বলে ,পড়ছে মনে অনেক কথা,
স্মৃতি ঘেটে বলছি আমি সেই সত্য কথা।
পকেট ফুঁটো,তবু হাতটা দিয়ে দেখি,
ভাবি মনে ফুঁটো সেলাই হবে এমনি এমনি জানি।
এমন ভাবনা নিয়ে বাঁচছে যারা আমার মতো করে,
এমন ভাবে বাঁবে বাঁচতে একদিন মরেই ওরা যাবে।
আমার মা আসচ্ছে বলে ,পড়ছে মনে অনেক কথা,
বুকের ভেতর প্রেমের অনেক গুলো ব্যাথা।
মা এসেছে,গান বেজেছে,বাদ্য বাজে সাথে,
একটি মনের মানুষ পাইনি আমি মা তোমার আসার তরে,
আমার মা আসচ্ছে বলে,পড়চ্ছে মনে অনেক কথা,
কত মানুষ আছে মাগো আমার মতো সত্যি কারের বোকা,
যারা ঘুমিয়ে ভাবে রাজার পালঙ্ক, ফুটপাতে শুয়ে,
যারা ঘুমের ঘোরে মুন্ডা,মিঠাই খায় পেট ভরে।
আমার মা আসচ্ছে বলে,পড়চ্ছে মনে অনেক কথা।
#কথা
#বাপি

©Bapi Sarkar
  কথা
bapisarkar2725

Bapi Sarkar

New Creator

কথা #কবিতা #বাপি

337 Views