Nojoto: Largest Storytelling Platform

Best বাপি Shayari, Status, Quotes, Stories

Find the Best বাপি Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 21 Stories

Bapi Sarkar

Bapi Sarkar

কথা #কবিতা #বাপি

read more

Bapi Sarkar

আমার সাজানো শহরটা, হঠাৎ গেছে পাল্টে,
উল্টো প্যান্ট,চোখে চশমা,
মা কাঁদচ্ছে লম্ফের সলতে তুলতে,
পাল্টানোর ধারাবাহিক হচ্ছে,শহর জ্বলছে,
কে যেন বলছে,পাগলের পাগলামি,
আসলে সব ঠিক,পাগলা গারদটা খোলা ,
উল্টো প্যান্ট ছিল সত্যি সত্যি একবারে ঢোলা।
#শহর
#বাপি

©Bapi Sarkar #City শহর

Bapi Sarkar

#DhakeHuye ফানুস #কবিতা #বাপি

read more
একটু কাছে এসেছে, অনেক দূরের মানুষ,
আসবে কি না আর কোন দিন,সে তো একটা ফানুস।
উড়ে যাবে জানি, তবুও তাকে দিয়েছি আমার সব,
আমি আমাকে উজার করে তাকে খুশি করি,এটাই আমার কাজ।
এমন সাজানো ফানুসের দলে ভিড়ে চায় মন অজানার দূরে।
সত্যি মানুষ বলে হয় গো কিছু,আমরা আছি কি শুধু শুধু।
যে মানুষের ভালোবাসা আশা ছেড়ে যায় বহু দূরে,
সেই মানুষের নাম হোক না আজ সত্যি করে ফানুস।
#ফানুস
#বাপি

©Bapi Sarkar #DhakeHuye ফানুস

Bapi Sarkar

#শব্দের মৌচাক......... 
আমি শব্দের মৌচাকে, খুঁজে পেয়েছি তোমাকে, 
সাধনার মধু রস হতে জন্ম,বর্ষ সাধনার ফল রুপে, 
ঝরে ঝরে পরে ঝর্নার মতো, অকূল ধারা অঝোরে, 
শব্দের সেই, 'ক', 'খ' , দিয়ে সাজায় আমি যে তারে। 
মধুময় শরীরের শব্দরা বলে কথা, নেশাময় জীবনে, 
মধুর ফোঁটা বিন্দু দিয়ে, গড়া হবে মধুর এক ভান্ড, 
মধু রসের সঞ্জিবন,সজীবতা এই জ্যান্ত শরীরে, 
অন্তরালের সেই অনন্ত নেশা, যদি যায় উতলে, 
সর্বনাশের এক ঝড় হবে, সব কিছু ভেঙেচুরে, 
হাওয়াতে জ্যান্ত শরীরের অনুভব, জাগ্ৰত হয়ে, 
মিশে যায় শরীর, হাওয়ারি সাথে অপরুপ অনুভবে। 
খসে পরে, লোম শরীরের তপ্ত আগুনের নেশায়, 
ভাসিয়ে দেয়, এক শরীর সুখের, মহা ঠিকানায়। 
খসে পরে অদৃশ্য পরাগ রেনু, ক,খ, শব্দের সাথে, 
ভালোবাসার প্রিয়া তৈরি হয়, বর্ণমালার রুপে, 
কবি যদি ভাবনায় পায় খুঁজে, কবিতা সাধনাতে,
তবে কবি ধন্য হয়, তার কবিতার নায়কা দিয়ে। 
জন্ম তার হাতে শুধু, সারা জনমের সাধনার নারী, 
জীবনের পূর্ণতা পায় তখন কবি ভালোবাসার মাঝে, 
জ্যান্ত নারী তখন তুচ্ছ হয়, কবির সংসার জীবনে, 
তাই কবির প্রেমের ইতিহাস থাকে ভাঙা গড়ার মাঝে। 
#বাপি সরকার.....

©Bapi Sarkar #freebird

Bapi Sarkar

আমি মরে যাবো, নোয়াবো না মাথা, কত বলবে আর আমি নয় একা, তাঁকিয়ে দেখো ওরা আছে আমার সাথে, সুভাষ যে পথে চলে, সেই পথে চলতে গেলে, দুই একটা আমার মাতৃভূমির দালাল কে মারতেই হবে ছোরা, তব আসলি আজাদী জিনে কা তামান্না দিল মে আয়েগা,নেতাজী কা আজাদী মেহশুস হোগা। 
#বাপি সরকার।।

©Bapi Sarkar #flowers

Bapi Sarkar

#মেঘবালিকা#
ওই মেঘেদের সাথে, যদি দেখা হতো, পাশাপাশি থেকে, 
তবে বলতাম, এনে দাও আমার তুমি মেঘ বালিকা কে, 
যার নিয়ে স্বপ্ন আমার, লেখা আছে মোর মনের খাতাতে, 
যার ছবি এঁকেছি আমি, আমার মনের মতো করে। 
ওই মেঘেদের সাথে, যদি দেখা হতো, পাশাপাশি থেকে, 
তবে বলতাম, এনে দাও আমার তুমি মেঘ বালিকা কে। 
হঠাৎ আমার যেন, ঘুমেরি ঘোরে, কপালে টিক দেয় আসছি বলে, 
কে সেই, কে, কেউ জানে, আমি জানি শুধু এই মনে মনে, 
যাকে চেয়েছি, এত কাল, আমার এই হৃদয় জুড়ে। 
সেই তো আমার মেঘবালিকা,তাকেই খুঁজি চোখেতে আলো নিয়ে।
ওই মেঘেদের সাথে, যদি দেখা হতো, পাশাপাশি থেকে। 
তবে বলতাম, এনে দাও আমায়, তুমি মেঘ বালিকা কে, 
কোন কাব্যের প্রিয়া সে, কোন কাব্যের দুনিতা স্বরূপ রাজকন্যা, 
সেখানে খুঁজিলে পাওয়া কি যেতে পারে,একা মন আর মানে না। 
খুঁজে চলার জীবন, খুঁজে খুঁজে চলি, তাকে শুধু খুঁজি, 
ওই মেঘেদের সাথে, যদি দেখা হতো, পাশাপাশি থেকে, 
তবে বলতাম, এনে দাও আমার তুমি মেঘ বালিকা কে। 
#বাপি সরকার# #RaysOfHope

Bapi Sarkar

"পালকের সূক্ষ্ম সূক্ষ্ম পাখনা, মিশে যায়,যেন বাতাসে  দেখায় আয়না, 
কে যেন ছুটে যায়, দূরন্ত ঘূর্ণির মতো, সেও কি এখনো আগের মতো। 
প্রেমেতে যায়না যৌবন, চিরযৌবন ধরে রাখে, মনে প্রেম থাকে যতক্ষন"। 
#বাপি সরকার# #feather

Bapi Sarkar

#বিভোর#
ভালোবেসে বিভোর হয়ে, মনে মনে যায় যে মরে, 
ও প্রিয়তমা, তোমায় ছাড়া, আমার নয়ন মেলে না যে। 

পোড়ে মন, পুড়ে যায় দেহ, তোমার জন্যে, 
ভালোবাসা কি, বোঝানো যায় না মুখে, 
ভাবে অনুভবে, রেখেছি আমি ধরে। 

বেলা শেষ হয়ে যায় বুঝি, তোমাকে না দেখে, 
শেষ বেলার, শেষ সময়, তোমার নামে, 
জ্বপি মালা আমি মনে মনে। 

শেষের শেষ চিহ্ন টুকু দেখে যেও তুমি, 
আমার নিঃস্বাস এখনো বাতাসে বহে। 
নিঃশ্বাসের সাথে যদি হয় মিলন খেলা, 
ধন্য আমার তবে এই তো চলে যাওয়া। 

কেঁদো না কেউ এই চলার পথে, 
ভালোবেসে বিদায় কজন আর নিতে পারে! 

যদি সে হয় গো সুখি, আমার জন্যে, 
তবে আমার এজীবন সার্থক হলো ভবে। 

স্মৃতি টুকু রইলো আজ তোমার মনের মাঝে, 
যদি পারো রেখো দিও চিরকাল, 
মনে ভেবো ভালোবাসার হয় না শেষ। 
স্মৃতির জীবন্ত প্রান, মনেতে বাঁচে, 
এই আশা নিয়ে, আমি যায় যে চলে। 

ভালোবেসে বিভোর হয়ে, মনে মনে যায় যে মরে, 
ও প্রিয়তমা, তোমায় ছাড়া, আমার নয়ন মেলে না যে। 
#বাপি সরকার# #meltingdown

Bapi Sarkar

#সনে#
একরাত কালো মেঘ, বলে যায় কিছু, 
সুদূরের ডাক যেন দিয়ে যায় পিছু পিছু। 
যত দূর যেতে চাই, চলে যাবো মনে, 
মেঘেদের ডানায়  ডানায় ভর দিয়ে। 
ওড়ে যাবো অসিমের ওই দূরে দেশে, 
আবার এসে বলবো, এসেছি ফিরে। 

হয়ত কথা ছিল কিছু, তোমার সনে, 
যত মেঘ আছে , ওই নীল আকাশে, 
তত স্বপ্ন সাজানো আমার মনে, 
যেন স্বপ্নের বাগান বাড়ি বানিয়েছি আমি নিজে হাতে। 

সেখানে তুমি থাকবে কি আমার সনে, 
স্বর্ণলতার, মেঘের মালা, পড়াবো তোমার গলে। 
জল হয়ে ঝরে যাবে স্বপ্ন যখন, 
স্বপ্ন দিয়ে, আমি তোমায় সিক্ত করবো তখন। 

মেঘেদের ফুল আছে, মেঘেদের আছে বাড়ি, 
তারা সবাই জীবন্ত, আমি বসে কথা শুনি। 
তাদেরও বেদনা আছে, আছে কান্না। 
আমার স্বপ্নের সাথে মিশে হয় চুনি পান্না। 
তারাও জ্বলে ওঠে, আগুনের মতো। 
তারাও স্বপ্ন দেখে আমার মতন। 

আজ মেঘের কান্না, আমার কান্না যায় মিলে, 
ঝরে ঝরে পরি একই আকাশের নিচে, 
যেন গঙ্গা যুবনা যায় ধরনীর বুকে বয়ে, 
কার কত ব্যাথা বল, হিসাব রাখে কিসে, 
যায় শুধু যায়, দুটি পথের সীমারেখা টেনে। 

আহঃ! তাই বলে তুমি কেঁদো না, 
তুমি মানবী নারী না হোও, নয় তো মনুষ্য রক্ত, 
তোমার মাঝে আবার আমি থেকে হয়েছি ভক্ত। 
ভক্তি আছে, আছে একরাশ প্রেম। 
ধরনীর বুকে তুমি সেজে হও অনন্য , 
কি রুপে রঙিন তুমি, কি রুপের মহিমা, 
কত রঙ, কত সুন্দর, তার ভাষা হয়না। 
আজও আমি তোমার রুপের বর্ণনা করিতে পারিনা, 
জানি না, জানি না, তোমাকে জানিনা, 
যে টুকু জানি, মনের ভাষা কলমে তুলি না 
কারণ আমি তোমাকে ভালোবেসে কাউকে বলতে পারিনা। 
#বাপি সরকার# #peace
loader
Home
Explore
Events
Notification
Profile