Nojoto: Largest Storytelling Platform

সরলা কাজের বাড়ী কাজ সেরে একটু তিড়াতাড়ী ঘরে ফিরল। এ

সরলা কাজের বাড়ী কাজ সেরে একটু তিড়াতাড়ী ঘরে ফিরল। এখন একটু তাড়তাড়ি সেদ্ধ ভাত ফুটিয়ে খেয়ে নিয়ে ছেলে সনতকে নিয়ে ওর জন্য পূজোর জামা কিনতে বেরোবে। বাপ মরা ছেলেটাকে কত কষ্ট করে এগারো বছরের করল। সনত পাশের পড়শীর ঘরে ছিল। খেয়ে নিয়ে দুজনে বেরিয়ে দোকানে গিয়ে
সনতের জন্য দুটো জামা কিনল। ও একবাড়ী থেকে টাকা পেয়েছে। অন্য দুবাড়ী থেকে শাড়ী দিয়েছে। বাড়ী ফিরছে,এমন সময়ে হারু কাকার চায়ের দোকানের সামনে  দেখে একটা ছেলে দিশাহারার মত বসে কাঁদছে। সরলা ওকে জিগেস করে জানতে পারল ছেলেটা একটা বাড়ীতে ফাই ফরমাশ খেটে কিছু টাকা ও খেতে পেত। পূজোয় দেশে মায়ের কাছে যাবে বলে  বেরিয়েছে,ঝোলা ব্যাগ থেকে টাকার ছোট ব্যাগটা কোথায় পড়ে গেছে। কোমল মাতৃমনা সরলা তাকে  বলল,আমাদের ঘরে চল। পূজোর কটাদিন কাটলে তো তোকে দেশের বাসে তুলে দেবআমিও তো মা। মায়ের মন।
সরলা কাজের বাড়ী কাজ সেরে একটু তিড়াতাড়ী ঘরে ফিরল। এখন একটু তাড়তাড়ি সেদ্ধ ভাত ফুটিয়ে খেয়ে নিয়ে ছেলে সনতকে নিয়ে ওর জন্য পূজোর জামা কিনতে বেরোবে। বাপ মরা ছেলেটাকে কত কষ্ট করে এগারো বছরের করল। সনত পাশের পড়শীর ঘরে ছিল। খেয়ে নিয়ে দুজনে বেরিয়ে দোকানে গিয়ে
সনতের জন্য দুটো জামা কিনল। ও একবাড়ী থেকে টাকা পেয়েছে। অন্য দুবাড়ী থেকে শাড়ী দিয়েছে। বাড়ী ফিরছে,এমন সময়ে হারু কাকার চায়ের দোকানের সামনে  দেখে একটা ছেলে দিশাহারার মত বসে কাঁদছে। সরলা ওকে জিগেস করে জানতে পারল ছেলেটা একটা বাড়ীতে ফাই ফরমাশ খেটে কিছু টাকা ও খেতে পেত। পূজোয় দেশে মায়ের কাছে যাবে বলে  বেরিয়েছে,ঝোলা ব্যাগ থেকে টাকার ছোট ব্যাগটা কোথায় পড়ে গেছে। কোমল মাতৃমনা সরলা তাকে  বলল,আমাদের ঘরে চল। পূজোর কটাদিন কাটলে তো তোকে দেশের বাসে তুলে দেবআমিও তো মা। মায়ের মন।

মায়ের মন।