বুধে নির্যাতিতা চিকিৎসকের স্মরণে আরজি করে বসছে ‘প্রতীকী মূর্তি’, আগেই জানান আন্দোলনকারীরা জুনিয়ার ডাক্তারদের তরফে জানানো হয়েছে, বুধবার সকাল ১১টায় হাসপাতাল চত্বরের প্ল্যাটিনাম জুবিলি হলের সামনের ফাঁকা জায়গাটিতে ওই ‘প্রতীকী মূর্তি’ বসানো হবে। স্বাস্থ্য ভবনের অদূরে অবস্থান-বিক্ষোভের সময়ই জুনিয়ার ডাক্তারেরা ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতি মেনে এ বার তাঁরা আরজি কর মেডিক্যাল কলেজ চত্বরে নির্যাতিতা মহিলা চিকিৎসকের স্মরণে ‘প্রতীকী মূর্তি’ বসাতে চলেছেন। ©BANGLE TIMES #R_G_Kar_Incident