Nojoto: Largest Storytelling Platform

কোয়াড বৈঠকের প্রাক্কালে বাইডেনের বার্তা, মোদীকে বা

কোয়াড বৈঠকের প্রাক্কালে বাইডেনের বার্তা, মোদীকে বাড়িতে আমন্ত্রণ জানালেন আমেরিকার প্রেসিডেন্ট

ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছেছেন মোদী। ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখাও করেন। রবিবার চতুর্দেশীয় অক্ষের (কোয়াড) বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি।

কোয়াড বৈঠকের আগে এ বার নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জো বাইডেনের। মোদী-সহ তিন দেশের প্রধানমন্ত্রীকে ডেলাওয়ারে নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট।
শনিবার বাইডেন সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘আজ আলবানিস, মোদী এবং কিশিদাকে নিজের ডেলাওয়ারের বাড়িতে সাদর অভ্যর্থনা জানাব।

©BANGLE TIMES #Quad_Summit #Narendra_Modi
কোয়াড বৈঠকের প্রাক্কালে বাইডেনের বার্তা, মোদীকে বাড়িতে আমন্ত্রণ জানালেন আমেরিকার প্রেসিডেন্ট

ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছেছেন মোদী। ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখাও করেন। রবিবার চতুর্দেশীয় অক্ষের (কোয়াড) বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি।

কোয়াড বৈঠকের আগে এ বার নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জো বাইডেনের। মোদী-সহ তিন দেশের প্রধানমন্ত্রীকে ডেলাওয়ারে নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট।
শনিবার বাইডেন সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘আজ আলবানিস, মোদী এবং কিশিদাকে নিজের ডেলাওয়ারের বাড়িতে সাদর অভ্যর্থনা জানাব।

©BANGLE TIMES #Quad_Summit #Narendra_Modi
bangletimes2800

BANGLE TIMES

New Creator