Nojoto: Largest Storytelling Platform

★অপূর্ণ ইচ্ছেগুলো★ অপেক্ষার প্রহর ফুরিয়ে আসবে বিব

★অপূর্ণ ইচ্ছেগুলো★

অপেক্ষার প্রহর ফুরিয়ে আসবে
বিবর্ণ প্রকৃতির মাঝে রঙিন আমাকে খুঁজে নিবে!
শিশিরভেজা সকালে খালি পায়ে হাঁটতে ভুলে যাবে
বর্ষণমুখর দিনে বৃষ্টি দেখলে অপ্রস্তুত ভয়ে কাঁপতে থাকবে
সবকিছু ভুলে এই বিবর্ণ আমাকে রংধনু মনে হবে তোমার কাছে।

বন্ধি খাঁচায় ধুঁকতে থাকা পাখির মতো প্রহর গুণবে 
কখন! মুক্তি পাবে আমার থেকে? 
কণ্ঠে মাংস আটকে যাওয়া তৃষার্ত কাঁকের মতো আপেক্ষা করবে
কিভাবে! আমূলে উপড়ে ফেলবে আমাকে?
হাতকড়া পরানো শোষিত রাজবন্দীর মতো ভয়ার্ত চোখে স্বপ্ন দেখবে
কবে! স্বাধীনতা ফিরিয়ে আনবে রাজ্যে?

তেমার সমস্ত ইচ্ছাকে ধূলিসাৎ করে
মুক্তি কিংবা স্বাধীনতাকে কারারুদ্ধ করা হবে।
প্রেমের মরুভূমিতে শোয়ানো হবে তোমাকে
চিৎকার করে তুমি আগুন জ্বালিয়ে দিবে মরুভূমিতে,
তীব্র দাবানলে ঝলসে যাবো আমি, কিন্তু তুমি?
এক টুকরা গোলাপ হয়ে ফুটবে তুমি, চারণভূমিতে!

পরজন্মে তোমাকে হাতে নিয়ে আমিও অপেক্ষা করবো
হাজার মানুষের ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া সেই তোমারই জন্যে,
দীর্ঘ অপেক্ষার প্রহর পেরিয়ে যখন দেখা মিলবে 
তখন আলতো চুম্বনে হারিয়ে যাবো তোমার বিদ্ধংসী ঠোঁটে, 
সান্ধ্য নিশিতে খুঁজে ফিরবো নিজেকে তোমার ছড়িয়ে দেওয়া এলোকেশী কেশে।
★অপূর্ণ ইচ্ছেগুলো★

অপেক্ষার প্রহর ফুরিয়ে আসবে
বিবর্ণ প্রকৃতির মাঝে রঙিন আমাকে খুঁজে নিবে!
শিশিরভেজা সকালে খালি পায়ে হাঁটতে ভুলে যাবে
বর্ষণমুখর দিনে বৃষ্টি দেখলে অপ্রস্তুত ভয়ে কাঁপতে থাকবে
সবকিছু ভুলে এই বিবর্ণ আমাকে রংধনু মনে হবে তোমার কাছে।

বন্ধি খাঁচায় ধুঁকতে থাকা পাখির মতো প্রহর গুণবে 
কখন! মুক্তি পাবে আমার থেকে? 
কণ্ঠে মাংস আটকে যাওয়া তৃষার্ত কাঁকের মতো আপেক্ষা করবে
কিভাবে! আমূলে উপড়ে ফেলবে আমাকে?
হাতকড়া পরানো শোষিত রাজবন্দীর মতো ভয়ার্ত চোখে স্বপ্ন দেখবে
কবে! স্বাধীনতা ফিরিয়ে আনবে রাজ্যে?

তেমার সমস্ত ইচ্ছাকে ধূলিসাৎ করে
মুক্তি কিংবা স্বাধীনতাকে কারারুদ্ধ করা হবে।
প্রেমের মরুভূমিতে শোয়ানো হবে তোমাকে
চিৎকার করে তুমি আগুন জ্বালিয়ে দিবে মরুভূমিতে,
তীব্র দাবানলে ঝলসে যাবো আমি, কিন্তু তুমি?
এক টুকরা গোলাপ হয়ে ফুটবে তুমি, চারণভূমিতে!

পরজন্মে তোমাকে হাতে নিয়ে আমিও অপেক্ষা করবো
হাজার মানুষের ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া সেই তোমারই জন্যে,
দীর্ঘ অপেক্ষার প্রহর পেরিয়ে যখন দেখা মিলবে 
তখন আলতো চুম্বনে হারিয়ে যাবো তোমার বিদ্ধংসী ঠোঁটে, 
সান্ধ্য নিশিতে খুঁজে ফিরবো নিজেকে তোমার ছড়িয়ে দেওয়া এলোকেশী কেশে।