ইজ়রায়েলের নিশানায় এ বার লেবাননে মোতায়েন রাষ্ট্রপুঞ্জের শান্তিসেনা! সাফাই ‘অসাবধানতার’ এক মাস ধরে সশস্ত্র শিয়া সংগঠন হিজ়বুল্লাকে দমনের নামে লেবাননের সাধারণ নাগরিকদের উপর বোমা, ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইজ়রায়েলি ফৌজ। এ বার লেবাননে তাদের নিশানা হল রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীও। হামাসের বিরুদ্ধে অভিযানের যুক্তি দিয়ে গাজ়া ভূখণ্ডে সাধারণ প্যালেস্টাইনি নাগরিকদের নিধন চলছে গত এক বছর ধরেই। এক মাস ধরে সশস্ত্র শিয়া সংগঠন হিজ়বুল্লাকে দমনের নামে লেবাননের সাধারণ নাগরিকদের উপর বোমা, ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইজ়রায়েলি ফৌজ। এ বার লেবাননে তাদের নিশানা হল রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীও। ©BANGLE TIMES #Israel_Hezbollah_Conflict