Nojoto: Largest Storytelling Platform

যে শক্তি দিয়ে একা অসংখ্য শত্রুকে শেষ করা যেতে পার

যে শক্তি দিয়ে একা অসংখ্য শত্রুকে শেষ করা যেতে পারে, 
সেই শক্তির আজ একাংশ দরকার আছে মনের দুয়ারে। 
অশান্তি, রাগ, চিতকার, ঘেন্না, হিংসা, দ্বেষ, সংহার, 
অনেক কিছু ঘটে যাচ্ছে ভিতরে আর বাইরে নির্বিকার। 
অনেক আহত মুখ তোমার দিকে চেয়ে আছে, এক অপেক্ষায়, 
গালে অশ্রু রখা নিয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে শান্তির আশায়। 
কোথাও বারুদের স্তুপ, কোথাও জ্বলছে সারা সহর, 
কিছু টুকরো আছে হাড়, মাংস আর মাটির, নেই কোনো ঘর। 
একটা শান্তির জন্য একটা তান্ডব দরকার, 
তোমার গলার জন্য নতুন মুণ্ডমালার দরকার।

©Ananta Dasgupta #anantadasgupta #day5 #devi #durga #Bengali_poem #Durgapuja
যে শক্তি দিয়ে একা অসংখ্য শত্রুকে শেষ করা যেতে পারে, 
সেই শক্তির আজ একাংশ দরকার আছে মনের দুয়ারে। 
অশান্তি, রাগ, চিতকার, ঘেন্না, হিংসা, দ্বেষ, সংহার, 
অনেক কিছু ঘটে যাচ্ছে ভিতরে আর বাইরে নির্বিকার। 
অনেক আহত মুখ তোমার দিকে চেয়ে আছে, এক অপেক্ষায়, 
গালে অশ্রু রখা নিয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে শান্তির আশায়। 
কোথাও বারুদের স্তুপ, কোথাও জ্বলছে সারা সহর, 
কিছু টুকরো আছে হাড়, মাংস আর মাটির, নেই কোনো ঘর। 
একটা শান্তির জন্য একটা তান্ডব দরকার, 
তোমার গলার জন্য নতুন মুণ্ডমালার দরকার।

©Ananta Dasgupta #anantadasgupta #day5 #devi #durga #Bengali_poem #Durgapuja