Nojoto: Largest Storytelling Platform

মিলনে সহস্রাধিক প্রশ্ন , একতারার খোঁজে রাখালের বর্

মিলনে সহস্রাধিক প্রশ্ন ,
একতারার খোঁজে রাখালের বর্তমান ঠিকানা 
জনৈক মাঠ দিঘি ,
মিলনের আশায় যুবকের প্রিয় বন্ধু -
দিশেহারা যাকে হারিয়েছে মোহ মায়ার বিনিময়ে ,
তোমার সাথে মিলনে বিষাদের সুরে 
জমে থাকা দাড়ি কমার, আবেগ সূচক চিহ্নের 
আদানপ্রদানে বিস্তর সময় ।
মিলনে মিলিয়ে যাক মিলিত কিছু বিস্মৃতি ,
সবটাতেই তুমি বর্তমান থাকো 
হোক না মিলন আমার অথবা তোমার ।

 #milonchallenge #milon #yqdada #yqbaba #bengali #bangla
মিলনে সহস্রাধিক প্রশ্ন ,
একতারার খোঁজে রাখালের বর্তমান ঠিকানা 
জনৈক মাঠ দিঘি ,
মিলনের আশায় যুবকের প্রিয় বন্ধু -
দিশেহারা যাকে হারিয়েছে মোহ মায়ার বিনিময়ে ,
তোমার সাথে মিলনে বিষাদের সুরে 
জমে থাকা দাড়ি কমার, আবেগ সূচক চিহ্নের 
আদানপ্রদানে বিস্তর সময় ।
মিলনে মিলিয়ে যাক মিলিত কিছু বিস্মৃতি ,
সবটাতেই তুমি বর্তমান থাকো 
হোক না মিলন আমার অথবা তোমার ।

 #milonchallenge #milon #yqdada #yqbaba #bengali #bangla