ম্যাচ ৮, সেঞ্চুরি ৭, ব্র্যাডম্যানকে হারিয়ে দিলেন বিধু বিনোদের পুত্র! ঠিক যেন সিনেমা গত মরসুমে রঞ্জি ট্রফিতে অভিষেকের পর টানা চার ম্যাচে পাঁচটি শতরান করেছিলেন অগ্নি চোপড়া। যে রেকর্ড ডন ব্র্যাডম্যানেরও নেই। ২৫ বছরের তরুণ ব্যাটার মিজ়োরামের হয়ে এ বারও ফর্মে। গত বছর রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছে। প্রথম চারটি ম্যাচে পাঁচটি শতরান। এ রেকর্ড স্যর ডন ব্র্যাডম্যানেরও নেই। ২৫ বছরের তরুণ ব্যাটার মিজ়োরামের হয়ে এ বারও ফর্মে। পর পর দু’টি ম্যাচে দ্বিশতরান। সব মিলিয়ে আট ম্যাচে সাত সেঞ্চুরি। তিনি অগ্নিদেব চোপড়া। বাবার নাম বিধু বিনোদ চোপড়া। ©BANGLE TIMES #Binod