Nojoto: Largest Storytelling Platform

White যখন মনের মাটি কষ্টের তাপে ফেটে যাবে, তুমি বৃ

White যখন মনের মাটি কষ্টের তাপে ফেটে যাবে, তুমি বৃষ্টির মতো এসো। 
যখন কোনো একটা কথা মনে পড়বে, তুমি বৃষ্টির মতো এসো। 
যখন একই সময় হাওয়া আমাকে ছুয়ে যাবে, তুমি বৃষ্টির মতো এসো। 
আমাকে নিজের আয়ত্তে নিয়ে নেওয়ার জন্য, তুমি বৃষ্টির মতো এসো। 
আমাকে নিজের কাছে করে নেওয়ার জন্য, তুমি বৃষ্টির মতো এসো। 
অপেক্ষা পুরো করে যখন তোমায় কাছে টানবো, তুমি বৃষ্টির মতো এসো। 
তোমাকে আগলে রাখবো আমি, তুমি বৃষ্টির মতো এসো। 
এক ভাগ মেঘ আছে আমার চোখেও, তুমি বৃষ্টির মতো এসো। 
থাকবে না যখন কোনো অস্তিত্ব আমার, পুড়ে ছাই হয়ে পড়ে থাকবো
আমাকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য, তুমি বৃষ্টির মতো এসো।

©Ananta Dasgupta #hindi_poem_appreciation #anantadasgupta #Bengali #bengalistory #BengaliPoem
White যখন মনের মাটি কষ্টের তাপে ফেটে যাবে, তুমি বৃষ্টির মতো এসো। 
যখন কোনো একটা কথা মনে পড়বে, তুমি বৃষ্টির মতো এসো। 
যখন একই সময় হাওয়া আমাকে ছুয়ে যাবে, তুমি বৃষ্টির মতো এসো। 
আমাকে নিজের আয়ত্তে নিয়ে নেওয়ার জন্য, তুমি বৃষ্টির মতো এসো। 
আমাকে নিজের কাছে করে নেওয়ার জন্য, তুমি বৃষ্টির মতো এসো। 
অপেক্ষা পুরো করে যখন তোমায় কাছে টানবো, তুমি বৃষ্টির মতো এসো। 
তোমাকে আগলে রাখবো আমি, তুমি বৃষ্টির মতো এসো। 
এক ভাগ মেঘ আছে আমার চোখেও, তুমি বৃষ্টির মতো এসো। 
থাকবে না যখন কোনো অস্তিত্ব আমার, পুড়ে ছাই হয়ে পড়ে থাকবো
আমাকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য, তুমি বৃষ্টির মতো এসো।

©Ananta Dasgupta #hindi_poem_appreciation #anantadasgupta #Bengali #bengalistory #BengaliPoem