Nojoto: Largest Storytelling Platform

একদা কোনো এক কাগজের মোড়ায় কবিতা আমার তোমার বাড়

একদা কোনো এক কাগজের মোড়ায় 
কবিতা আমার তোমার বাড়ি ,
কিছু অসহ্য সুখ কে বাদ রেখে লিখতে বসতেই 
গ্রীষ্মের দুপুরের সেই ' হিমসর ' কাকুর কিছু 
পিপাসার্ত ঘাম আমার কাগজে পড়লো ,
আমার এক জনৈক মাসী ' কাজের মাসীর ' পরিচয় 
বহনের চোখের জল
তোমার বর্ণের কিছু শব্দ কে মুছে দিলো ,
ঐ যে মধ্য প্রহরে কল্পনা দেখা বেবাক মেয়েটা 
সদ্য তার ' জান ' কে শেষ পত্র দিয়ে আসলো ,
সাথে অন্ধকারে বসে বেকার ছেলেটা হতাশায় 
আরও একটি কাঁচের বোতলের সুরা শেষ করলো ,
আমার কবিতার নেপথ্যে এই চরিত্ররা যখন রাত্রি ঘুমে,
আমার শরীর তখন তোমায় আকঁড়ে ধরে থাকলো 
কবিতা নেহাত তুমি স্বল্প শব্দ হলেও 
অনুভবে তুমিও আমায় ভালোবেসেছো । #nepothyo #yqdada #bengali #yqbengali
একদা কোনো এক কাগজের মোড়ায় 
কবিতা আমার তোমার বাড়ি ,
কিছু অসহ্য সুখ কে বাদ রেখে লিখতে বসতেই 
গ্রীষ্মের দুপুরের সেই ' হিমসর ' কাকুর কিছু 
পিপাসার্ত ঘাম আমার কাগজে পড়লো ,
আমার এক জনৈক মাসী ' কাজের মাসীর ' পরিচয় 
বহনের চোখের জল
তোমার বর্ণের কিছু শব্দ কে মুছে দিলো ,
ঐ যে মধ্য প্রহরে কল্পনা দেখা বেবাক মেয়েটা 
সদ্য তার ' জান ' কে শেষ পত্র দিয়ে আসলো ,
সাথে অন্ধকারে বসে বেকার ছেলেটা হতাশায় 
আরও একটি কাঁচের বোতলের সুরা শেষ করলো ,
আমার কবিতার নেপথ্যে এই চরিত্ররা যখন রাত্রি ঘুমে,
আমার শরীর তখন তোমায় আকঁড়ে ধরে থাকলো 
কবিতা নেহাত তুমি স্বল্প শব্দ হলেও 
অনুভবে তুমিও আমায় ভালোবেসেছো । #nepothyo #yqdada #bengali #yqbengali