Nojoto: Largest Storytelling Platform

শেষ অনুভূতি সময়ের শেষ প্রান্তেও তোমার দেখা নাই,

শেষ অনুভূতি 

সময়ের শেষ প্রান্তেও তোমার দেখা নাই,
দিয়ে যাওয়া অবহেলায় হতাশা পেলো শুধু ঠাঁই।
যখনি আমাদের ক্ষুদ্র স্মৃতি রাজ্যে বিচরণ করতে চাই,
চোখের কোণে কেনো যেনো অশ্রু খুজেঁ পাই,
আমি এতটা অবুঝ কেনো?
তোমার মত নিজেকে বদলাতে পারিনি জানো,
তোমার বলা শেষ কথাটি এখনো মনে পরে,
বলে ছিলে, তুমি বদলে যাবে হঠাৎ সমেয়র ঝড়ে, 
বদলে গেছে সব কিছু, 
বদলে গেছো তুমি,
এখন না ছুটে তোমার পিছু,
বেচেঁ আছি আমি। #শেষ_অনুভূতি 
- অর্ণিল
#poem
#Bangla_poem
#Bangladeshi
#Bangla_literature
শেষ অনুভূতি 

সময়ের শেষ প্রান্তেও তোমার দেখা নাই,
দিয়ে যাওয়া অবহেলায় হতাশা পেলো শুধু ঠাঁই।
যখনি আমাদের ক্ষুদ্র স্মৃতি রাজ্যে বিচরণ করতে চাই,
চোখের কোণে কেনো যেনো অশ্রু খুজেঁ পাই,
আমি এতটা অবুঝ কেনো?
তোমার মত নিজেকে বদলাতে পারিনি জানো,
তোমার বলা শেষ কথাটি এখনো মনে পরে,
বলে ছিলে, তুমি বদলে যাবে হঠাৎ সমেয়র ঝড়ে, 
বদলে গেছে সব কিছু, 
বদলে গেছো তুমি,
এখন না ছুটে তোমার পিছু,
বেচেঁ আছি আমি। #শেষ_অনুভূতি 
- অর্ণিল
#poem
#Bangla_poem
#Bangladeshi
#Bangla_literature