Nojoto: Largest Storytelling Platform

জানিই তো, আমার আমি ভীষন দামী... সে শূন্যস্থান ভরেছ

জানিই তো, আমার আমি ভীষন দামী...
সে শূন্যস্থান ভরেছিলেম তোমায় দিয়ে আমি!
বেসেছিলাম ভাল প্রাণ ভরে
দিয়েছিলাম সব ভালোলাগা উজাড় করে!
আজ রিক্ত আমি তাই সম্পূর্ণভাবে
আমার চাওয়া, পাওয়া, ভাব বা অনুভবে!
*******
ভালোবাসা শরীরে আসে না সখী?
ও যে সম্পূর্ণভাবে আসে মনে,
যদি বা কখনো অপূর্ণ থাকে তা
সে বেয়াদপ জ্বালায় শুধু খনে খনে!
*********
ছেড়ে যেতে চাইলেও পারছিনা যে যেতে ছেড়ে,
তোমাতেই সারাক্ষণ এ মন আছে পরে!
******
তবে একদিন ঠিক
যাবো আমি তোমায় ছেড়ে.. (দেখো)
শুভ্র বসনে, চোখে তুলসী রেখে
কারও কাঁধের ওপর চড়ে.. (অপেক্ষায় থেকো) #Sayantani
জানিই তো, আমার আমি ভীষন দামী...
সে শূন্যস্থান ভরেছিলেম তোমায় দিয়ে আমি!
বেসেছিলাম ভাল প্রাণ ভরে
দিয়েছিলাম সব ভালোলাগা উজাড় করে!
আজ রিক্ত আমি তাই সম্পূর্ণভাবে
আমার চাওয়া, পাওয়া, ভাব বা অনুভবে!
*******
ভালোবাসা শরীরে আসে না সখী?
ও যে সম্পূর্ণভাবে আসে মনে,
যদি বা কখনো অপূর্ণ থাকে তা
সে বেয়াদপ জ্বালায় শুধু খনে খনে!
*********
ছেড়ে যেতে চাইলেও পারছিনা যে যেতে ছেড়ে,
তোমাতেই সারাক্ষণ এ মন আছে পরে!
******
তবে একদিন ঠিক
যাবো আমি তোমায় ছেড়ে.. (দেখো)
শুভ্র বসনে, চোখে তুলসী রেখে
কারও কাঁধের ওপর চড়ে.. (অপেক্ষায় থেকো) #Sayantani