Nojoto: Largest Storytelling Platform

এ বার এনআইএ আক্রান্ত বাংলায়, ‘দুঃশাসন’ দেখছে বিজেপ

এ বার এনআইএ আক্রান্ত বাংলায়, ‘দুঃশাসন’ দেখছে বিজেপি, ‘ভোটমুখী ষড়যন্ত্র’ দেখছেন মুখ্যমন্ত্রী মমতা

এনআইএ-র আক্রান্ত হওয়ার ঘটনায় রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। রাজ্যে ‘আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে’ বলে দাবি করে সরব বিজেপি। পাল্টা প্রশ্ন, দু'বছর আগের ঘটনায় ভোটের আগেই কেন ‘সক্রিয়’ এনআইএ?


উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে গত ৫ জানুয়ারি তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ওই নেতার অনুগামীদের হামলার মুখে পড়েছিল ইডি। শনিবার সেই ঘটনার স্মৃতি ফিরিয়ে আনল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তে গিয়ে শনিবার সকালে হামলার মুখে পড়েন জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র আধিকারিকেরা। বিস্ফোরণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয় স্থানীয় দুই তৃণমূল নেতা বলাই মাইতি এবং মনোব্রত জানাকে। বিকেলে তাঁদের কলকাতার বিচার ভবনে হাজির করানো হয়। এনআইএ ধৃতদের পাঁচ দিন নিজেদের হেফাজতে রাখতে চায়। কলকাতার নগর দায়রা আদালতের মুখ্য বিচারক সৌমেন্দ্রনাথ দাস, ধৃত দু’জনকে আগামী বুধবার (১০ এপ্রিল) পর্যন্ত এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দেন। আদালতে এনআইএ-র তরফে সওয়াল করে বলা হয়, বিস্ফোরণকাণ্ডের তদন্তের স্বার্থে ওই দু’জনকে হেফাজতে নেওয়া প্রয়োজন। এনআইএ-র উপর হামলা চালানোর জন্যও ওই দু’জনকে দায়ী করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

©BANGLE TIMES
  #NIA