Nojoto: Largest Storytelling Platform

ভিক্ষায় বিকিয়েছে ছেঁড়া কিছু কাপড়ের শোক ,কিছুতে

ভিক্ষায় বিকিয়েছে ছেঁড়া কিছু কাপড়ের শোক ,কিছুতে সমির শ্লেষ ,
বিদ্বেষে তুমি ছুরি চালিয়েছ ... আঘাতে প্রলেপ দাওনি । দেরি করে collab করায় ক্ষমাপ্রার্থী বন্ধুরা ।

"ভিখারি",আমরা অনেকেই জানিনা যে কে পেশায় ভিখারি আর কে নেশায়! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও ভারতবর্ষে ভিক্ষাটা এখন পেশায় পরিণত হয়েছে । পৃথিবীর অন্য যেকোনো দেশে এমনি এমনি কেউ কোনো রকমের অর্থ সাহায্য পায় না, কিন্তু আমাদের দেশে এটা হয় । এখানে এমন অনেক লোক আছেন যারা নিজেদের "status" দেখানোর জন্য ভিক্ষা দেন, আবার অনেকে অতিরিক্ত আবেগ দেখিয়ে ভিক্ষা দেন । এই দেশে যদি কেউ বর্তমান অর্থনৈতিক অবস্থার কথা ভেবে যদি কেউ ভিক্ষা না দেয়, তাহলে আমরা সবাই তার মনুষ্যত্বের প্রশ্ন তুলি, কিন্তু কখনো আমাদের এটা মনে হয়না যে কোনো অবহেলিত মানুষকে দয়ার পাত্র না বানিয়ে তাকে যদি কোনো ভাবে রোজগারের রাস্তা দেখিয়ে দেওয়া যায়, তবে সেও মাথা উঁচু করে বাঁচতে পারবে । 
আমাদের নির্বুদ্ধিতার জন্য আজ হাজার হাজার মানুষ যোগত্যা থাকা সত্ত্বেও ভিখারি উপাধি নিয়ে ঘুরছে । আমরা নিজেরাই নিজেদের দেশের অর্থনীতিকে ডোবাছি অথচ আমাদের অবস্থা সেই নির্বিকার ।
একজনকে ভিক্ষা দেওয়া বা না দেওয়াতে কেউ ছোটো-বড় হয় না, সমস্যাটা তখন হওয় যখন আমরা চোখ বন্ধ করে বিভিন্ন সমস্যা তৈরিতে সাহায্য করি ।
অনেকদিন ধরেই তো প্রথাটা চলে আসছে,  এবার নাহয় একটু উল্টো কিছুই করে দেখা যাক । আমরা সবাই যদি প্রতিজ্ঞা করি আর আমরা কোনো ভিখারীকে ভিক্ষা না দিয়ে, তাকে তার রোজগার করার একটা উপায় বার করে দেব, তাহলেই কিন্তু নিঃশব্দে অনেকটা পরিবর্তন চলে আসবে । হ্যাঁ, হয়তো এই কাজটা করে আমরা কোনো পুরস্কারের ভাগীদার হতে পারবো না, কিন্তু জীবনের শেষে গিয়ে হয়তো নিজের স্বপ্নের দেশটাকে খুঁজে পাবো, ভবিষ্যতের জন্য রেখে যাবো সামাজিক দূষণমুক্ত একটা জন্মভূমি...

Amrapali Dey দিভাই, The Clown  দাভাই আর আমার যৌথচেষ্টায় তৈরী "ঐরালী" আজ তাদের সবাইকে এই collab এ আমন্ত্রণ জানায়, যারা সত্যিই ব্যাপারটা নিয়ে ভাবতে চায়, যারা কেবল স্বপ্নে নয়, বাস্তবেই ভালো কিছু করতে চায় ।
ভিক্ষায় বিকিয়েছে ছেঁড়া কিছু কাপড়ের শোক ,কিছুতে সমির শ্লেষ ,
বিদ্বেষে তুমি ছুরি চালিয়েছ ... আঘাতে প্রলেপ দাওনি । দেরি করে collab করায় ক্ষমাপ্রার্থী বন্ধুরা ।

"ভিখারি",আমরা অনেকেই জানিনা যে কে পেশায় ভিখারি আর কে নেশায়! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও ভারতবর্ষে ভিক্ষাটা এখন পেশায় পরিণত হয়েছে । পৃথিবীর অন্য যেকোনো দেশে এমনি এমনি কেউ কোনো রকমের অর্থ সাহায্য পায় না, কিন্তু আমাদের দেশে এটা হয় । এখানে এমন অনেক লোক আছেন যারা নিজেদের "status" দেখানোর জন্য ভিক্ষা দেন, আবার অনেকে অতিরিক্ত আবেগ দেখিয়ে ভিক্ষা দেন । এই দেশে যদি কেউ বর্তমান অর্থনৈতিক অবস্থার কথা ভেবে যদি কেউ ভিক্ষা না দেয়, তাহলে আমরা সবাই তার মনুষ্যত্বের প্রশ্ন তুলি, কিন্তু কখনো আমাদের এটা মনে হয়না যে কোনো অবহেলিত মানুষকে দয়ার পাত্র না বানিয়ে তাকে যদি কোনো ভাবে রোজগারের রাস্তা দেখিয়ে দেওয়া যায়, তবে সেও মাথা উঁচু করে বাঁচতে পারবে । 
আমাদের নির্বুদ্ধিতার জন্য আজ হাজার হাজার মানুষ যোগত্যা থাকা সত্ত্বেও ভিখারি উপাধি নিয়ে ঘুরছে । আমরা নিজেরাই নিজেদের দেশের অর্থনীতিকে ডোবাছি অথচ আমাদের অবস্থা সেই নির্বিকার ।
একজনকে ভিক্ষা দেওয়া বা না দেওয়াতে কেউ ছোটো-বড় হয় না, সমস্যাটা তখন হওয় যখন আমরা চোখ বন্ধ করে বিভিন্ন সমস্যা তৈরিতে সাহায্য করি ।
অনেকদিন ধরেই তো প্রথাটা চলে আসছে,  এবার নাহয় একটু উল্টো কিছুই করে দেখা যাক । আমরা সবাই যদি প্রতিজ্ঞা করি আর আমরা কোনো ভিখারীকে ভিক্ষা না দিয়ে, তাকে তার রোজগার করার একটা উপায় বার করে দেব, তাহলেই কিন্তু নিঃশব্দে অনেকটা পরিবর্তন চলে আসবে । হ্যাঁ, হয়তো এই কাজটা করে আমরা কোনো পুরস্কারের ভাগীদার হতে পারবো না, কিন্তু জীবনের শেষে গিয়ে হয়তো নিজের স্বপ্নের দেশটাকে খুঁজে পাবো, ভবিষ্যতের জন্য রেখে যাবো সামাজিক দূষণমুক্ত একটা জন্মভূমি...

Amrapali Dey দিভাই, The Clown  দাভাই আর আমার যৌথচেষ্টায় তৈরী "ঐরালী" আজ তাদের সবাইকে এই collab এ আমন্ত্রণ জানায়, যারা সত্যিই ব্যাপারটা নিয়ে ভাবতে চায়, যারা কেবল স্বপ্নে নয়, বাস্তবেই ভালো কিছু করতে চায় ।