Nojoto: Largest Storytelling Platform

White একটু শান্তির খুজে... বিবাহিতরা ডিভোর্সের চিন

White একটু শান্তির খুজে...
বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যাস্ত, 
আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন।
বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা,
আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। 
চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত,
আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা।
কারোর না পেয়ে অভিযোগ, 
আর কারোর পেয়েও ভালোটার জন্য অবহেলা। 
গরিবের বড়লোক হওয়ার চিন্তা, 
আর বড়লোকেরা শান্তির খুঁজে ক্লান্ত।
জনপ্রিয়রা লুকানোর জায়গা খুঁজে, 
আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন বিভোর। 
শান্তি কারুরই নেই, 
শুধু একটু শান্তির খুঁজে নিজের যা আছে তাও হারায়..!!

©Tandra Majumder Nath
  #good_evening_images 
#অভিমানী লেখা #সংগৃহীত

#good_evening_images #অভিমানী লেখা #সংগৃহীত #চিন্তা

126 Views