Find the Best চিন্তা Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos aboutচিন্তা, চিন্তাভাবনা, চিন্তারাআজধর্মঘটে, উদ্ভট_চিন্তা, নিজস্ব_চিন্তা,
BANGLE TIMES
যুদ্ধ থামালে বন্দিদের মুক্তি দিতে রাজি হামাস আমেরিকার দেওয়া প্রস্তাবে প্রথম দফায় বন্দি-মুক্তির পাশাপাশি সাময়িক যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। গাজ়ায় ত্রাণ ঢুকতে দেওয়া, গাজ়া থেকে ইজ়রায়েলি সেনাবাহিনী প্রত্যাহারের কথা বলা হয়েছিল। ন’মাস ধরে চলতে থাকা যুদ্ধ থামাতে অবশেষে আমেরিকার দেওয়া ইজ়রায়েলি বন্দি-মুক্তির প্রস্তাব গ্রহণ করল প্যালেস্টাইনি জঙ্গি গোষ্ঠী হামাস। তবে তাদের একমাত্র শর্ত, চুক্তিপত্রে সই করার আগে ইজ়রায়েলকে পাকাপাকি ভাবে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। আমেরিকার দেওয়া প্রস্তাবে প্রথম দফায় বন্দি-মুক্তির পাশাপাশি সাময়িক যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। গাজ়ায় ত্রাণ ঢুকতে দেওয়া, গাজ়া থেকে ইজ়রায়েলি সেনাবাহিনী প্রত্যাহারের কথা বলা হয়েছিল। ©BANGLE TIMES #Hamas_Israel_Conflict
BANGLE TIMES
পাঁচ বছর পর রাশিয়ায় যাচ্ছেন মোদী, সোমবার পা রাখবেন মস্কোয়! দু’দিনের সফরের দিকে নজর আমেরিকার তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম রাশিয়া সফরে যাচ্ছেন। শুধু তা-ই নয়, ২০২২ সাল থেকে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে মোদীকে রাশিয়া যেতে দেখা যায়নি। সোমবারই রাশিয়া উড়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের সফর শেষে রাশিয়া থেকে যাবেন অস্ট্রিয়াতেও। তার পর ১০ জুলাই সেখান থেকে দেশে ফিরবেন তিনি। ২২তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতেই যাচ্ছেন মোদী। সেই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সারবেন দ্বিপাক্ষিক বৈঠকও। কূটনৈতিক মহলের মতে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ থেকে প্রতিরক্ষা সমঝোতার বিষয়গুলি উঠে আসতে পারে মোদী-পুতিনের আলোচনায়। ©BANGLE TIMES #Modi #Putin
PARTHA
শুভ রথযাত্রা ২০২৪. জয় জগন্নাথ। 🙏 #wishes #rathyatra2024 #Rath #JaiJagannath #jagatnath
read moreBANGLE TIMES
রথযাত্রা: ইসকনে মমতা। মুকুল রায়ের শারীরিক পরিস্থিতি। কলকাতা লিগে লাল-হলুদ ঝড়? আর কী নজরে কলকাতায় আজ রথযাত্রার আয়োজন করেছে ইসকন-ও। তাদের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রথের রশিতে টান দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ রথযাত্রা। পুরী-সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব পালিত হবে। প্রতি বছর নতুন করে রথ তৈরি হয় পুরীতে। জগন্নাথের রথ নন্দীঘোষ, বলরামের রথ তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন। এই তিন রথে চড়ে পার্শ্বদেবতা, চারটি ঘোড়া এবং সারথিদের সঙ্গে নিয়ে তাঁরা পাড়ি দেন গুণ্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়িতে। দাদা বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে গোটা একটি সপ্তাহ উৎসব পালন করেন পতিতপাবন। ©BANGLE TIMES #ISKON
PARTHA
এতদিন পর দুটো বাঙালী কাক খুঁজে পেলাম।😁 যারা পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে।😁🤣🤣 #Funny #funny_video #crow #Fun #entertainment
read moreBANGLE TIMES
কুড়ি মাসে বিতর্কই সঙ্গী ছিল সুনকের বিদায়ী ভাষণে সবার প্রথমে দেশবাসীর কাছে ‘ক্ষমা’ চেয়েছেন ঋষি। বেশ কয়েক বার ‘সরি’ শব্দটির ব্যবহারও করেছেন। ব্রিটেনের আম জনতার এই রায় তিনি আর দল মাথা পেতে নিচ্ছেন বলেও জানিয়েছেন। তড়িঘড়ি নির্বাচনী নির্ঘণ্ট যখন এগিয়ে এনেছিলেন, তাঁর নিজের দলের বহু নেতাই সেই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। বরং কনজ়ারভেটিভ নেতাদের একাংশের দাবি ছিল, চলতি বছরের অক্টোবরের বদলে সামনের বছর ব্রিটেনে ভোট হলে তাঁদের দলের ফলাফল অনেক ভাল হতে পারে। কিন্তু দেশের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ভোট পিছনোর বদলে তা আরও তিন মাস এগিয়ে আনার সিদ্ধান্ত নেন। যার ফল আজ ভোর থেকেই স্পষ্ট। মাত্র কুড়ি মাস ব্রিটিশ প্রধানমন্ত্রীর গদি সামলে আজ সকালেই সপরিবার ১০ ডাউনিং স্ট্রিট ছাড়তে হয়েছে কনজ়ারভেটিভ দলের নেতা ঋষি সুনককে। এ বারের ভোটে ৪১২ আসনে জয় পেয়ে ক্ষমতায় এসেছে লেবার পার্টি। ঋষির নেতৃত্বে কনজ়ারভেটিভদের এই পরাজয় ব্রিটিশ রাজনীতির ইতিহাসে এক দিক থেকে ‘রেকর্ড’ সৃষ্টি করেছে বলে চর্চা শুরু হয়েছে ওয়েস্টমিনস্টারে। ©BANGLE TIMES #Rishi_Sunak
BANGLE TIMES
ইজ়রায়েলি যুদ্ধবিমান হানা দিল লেবাননে, নিহত শিয়া গোষ্ঠী হিজ়বুল্লার শীর্ষ কমান্ডার নাসের জুন মাসের গোড়ায় ইজ়রায়েলি হানায় হিজবুল্লার শীর্ষ সামরিক নেতা তালেব সামি আবদুল্লা নিহত হয়েছিলেন। এর পরে লেবানন সীমান্ত থেকে ইজ়রায়েলি ভূখণ্ডে হামলার দায়িত্ব পান নাসের। দক্ষিণ লেবাননে ইজ়রায়েলি বিমান হানায় নিহত হলেন ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার শীর্ষ কমান্ডার মহম্মদ নামেহ নাসের। জুন মাসের গোড়ায় ইজ়রায়েলি হানায় হিজবুল্লার শীর্ষ সামরিক নেতা তালেব সামি আবদুল্লা নিহত হয়েছিলেন। তার পরে আবার সংগঠনের কোনও সর্বোচ্চ সারির নেতার মৃত্যু হল। ©BANGLE TIMES #Hamas_Israel_Conflict