Find the Best চিন্তা Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutচিন্তা, চিন্তাভাবনা, চিন্তারাআজধর্মঘটে, উদ্ভট_চিন্তা, নিজস্ব_চিন্তা,
BANGLE TIMES
যুদ্ধ থামালে বন্দিদের মুক্তি দিতে রাজি হামাস আমেরিকার দেওয়া প্রস্তাবে প্রথম দফায় বন্দি-মুক্তির পাশাপাশি সাময়িক যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। গাজ়ায় ত্রাণ ঢুকতে দেওয়া, গাজ়া থেকে ইজ়রায়েলি সেনাবাহিনী প্রত্যাহারের কথা বলা হয়েছিল। ন’মাস ধরে চলতে থাকা যুদ্ধ থামাতে অবশেষে আমেরিকার দেওয়া ইজ়রায়েলি বন্দি-মুক্তির প্রস্তাব গ্রহণ করল প্যালেস্টাইনি জঙ্গি গোষ্ঠী হামাস। তবে তাদের একমাত্র শর্ত, চুক্তিপত্রে সই করার আগে ইজ়রায়েলকে পাকাপাকি ভাবে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। আমেরিকার দেওয়া প্রস্তাবে প্রথম দফায় বন্দি-মুক্তির পাশাপাশি সাময়িক যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। গাজ়ায় ত্রাণ ঢুকতে দেওয়া, গাজ়া থেকে ইজ়রায়েলি সেনাবাহিনী প্রত্যাহারের কথা বলা হয়েছিল। ©BANGLE TIMES #Hamas_Israel_Conflict
BANGLE TIMES
পুরীতে রথযাত্রার লোকারণ্যে দমবন্ধ হয়ে মৃত্যু পুণ্যার্থীর, পদপিষ্টের পরিস্থিতিতে জখম কয়েক জন পুরীতে জগন্নাথের রথযাত্রার সময় হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। আর তাতেই পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয় বলে দাবি স্থানীয়দের। যদিও তাতে বড় কোনও দুর্ঘটনা হয়নি। পুরীতে জগন্নাথের রথযাত্রার সময় হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। আর তাতেই পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয় বলে দাবি। এখনও পর্যন্ত এক জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে কী কারণে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভিড়ে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ঘটনার পর পরই ভিড় নিয়ন্ত্রণ করতে উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন। ©BANGLE TIMES #Puri
BANGLE TIMES
পাঁচ বছর পর রাশিয়ায় যাচ্ছেন মোদী, সোমবার পা রাখবেন মস্কোয়! দু’দিনের সফরের দিকে নজর আমেরিকার তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম রাশিয়া সফরে যাচ্ছেন। শুধু তা-ই নয়, ২০২২ সাল থেকে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে মোদীকে রাশিয়া যেতে দেখা যায়নি। সোমবারই রাশিয়া উড়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের সফর শেষে রাশিয়া থেকে যাবেন অস্ট্রিয়াতেও। তার পর ১০ জুলাই সেখান থেকে দেশে ফিরবেন তিনি। ২২তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতেই যাচ্ছেন মোদী। সেই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সারবেন দ্বিপাক্ষিক বৈঠকও। কূটনৈতিক মহলের মতে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ থেকে প্রতিরক্ষা সমঝোতার বিষয়গুলি উঠে আসতে পারে মোদী-পুতিনের আলোচনায়। ©BANGLE TIMES #Modi #Putin
PARTHA
শুভ রথযাত্রা ২০২৪. জয় জগন্নাথ। 🙏 #wishes #rathyatra2024 #Rath #JaiJagannath #jagatnath
read moreIndrani Palit Karmakar
White happy rath yatra Rare Krishna ©Indrani Palit Karmakar #love_shayari #indranipalitkarmakar
#love_shayari #indranipalitkarmakar
read moreBANGLE TIMES
রইসির উত্তরসূরি বেছে নিল ইরান, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন সংস্কারপন্থী পেজ়েশকিয়ান গত ২৮ জুন প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় ইরানের সংবিধান অনুযায়ী শুক্রবার দ্বিতীয় দফার ভোট হয়। প্রায় ৪০ কোটি ভোটে জালিলিকে হারান পেজ়েশকিয়ান। প্রয়াত ইব্রাহিম রইসির উত্তরসূরি হিসাবে সংস্কারপন্থী নেতা মাসুদ পেজ়েশকিয়ানকে বেছে নিল ইরান। প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সইদ জালিলিকে পরাস্ত করেছেন তিনি। শনিবার ইরানের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে পেজ়েশকিয়ান ১ কোটি ৭০ লক্ষ এবং জালিলি ১ কোটি ৩০ লক্ষ ভোট পেয়েছেন। ©BANGLE TIMES #Iran_Presidential_Election_2024
#Iran_Presidential_Election_2024
read moreBANGLE TIMES
রথযাত্রা: ইসকনে মমতা। মুকুল রায়ের শারীরিক পরিস্থিতি। কলকাতা লিগে লাল-হলুদ ঝড়? আর কী নজরে কলকাতায় আজ রথযাত্রার আয়োজন করেছে ইসকন-ও। তাদের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রথের রশিতে টান দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ রথযাত্রা। পুরী-সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব পালিত হবে। প্রতি বছর নতুন করে রথ তৈরি হয় পুরীতে। জগন্নাথের রথ নন্দীঘোষ, বলরামের রথ তালধ্বজ এবং সুভদ্রার রথ দর্পদলন। এই তিন রথে চড়ে পার্শ্বদেবতা, চারটি ঘোড়া এবং সারথিদের সঙ্গে নিয়ে তাঁরা পাড়ি দেন গুণ্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়িতে। দাদা বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে গোটা একটি সপ্তাহ উৎসব পালন করেন পতিতপাবন। ©BANGLE TIMES #ISKON
BANGLE TIMES
সিপিএমের যুবফ্রন্টের বৈঠকে বিকাশের কড়া সমালোচনা, কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে নানা প্রশ্নের মুখে সেলিমেরা সিপিএম সূত্রে খবর, মিনাক্ষীকে পছন্দ করেন না, এমন কয়েক জন নেতাও বিকাশের সমালোচনায় মুখর হয়েছেন। এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য বিকাশকে ফোন করা হয়েছিল। সিপিএমের যুবফ্রন্টের বর্ধিত ‘ফ্র্যাকশন’ সভায় তীব্র সমালোচনার মুখে পড়লেন রাজ্যভার সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। লোকসভা ভোটের ফলপ্রকাশের পর একটি সাক্ষাৎকারে বিকাশ বলেছিলেন, “ক্যাপ্টেন, আগুনপাখি বলা ব্যক্তিপ্রচার হচ্ছে।” তা নিয়ে বিভিন্ন জেলার যুবনেতারা ক্ষোভ জানিয়েছেন সিপিএমের রাজ্যনেতৃত্বের সামনে। ©BANGLE TIMES #CPM