Nojoto: Largest Storytelling Platform

কিছু কম বেশি, কিছু ঠিক ভুলের মধ্যে থেকে যাচ্ছি। আ

কিছু কম বেশি, কিছু ঠিক ভুলের মধ্যে থেকে যাচ্ছি। 
আশপাশে সব ভাল, কিন্তু কিছু ফাঁকা রেখে যাচ্ছি। 
হঠাৎ করেই খুব অসহায় বোধ হয় নিজেকে, 
কালো মেঘের মত ঘিরে নেয় মনকে, 
নিজের লড়াই নিজের সাথেই চালিয়ে যাচ্ছি। 
মুখের কথা আর বাস্তবতা আলাদা হয়, 
মিথ্যে যতই সুন্দর হোক, কিন্তু মিথ্যেই হয়। 
মনের আবেগ নিজের ঠিকানা খুঁজে পাক, 
এই আশায় দু হাত বাড়িয়ে এমনি ছুটে যাচ্ছি। 
কেমন বোকামি, যেখানে সত্য জেনেও 
অপেক্ষা করা হয় এক দুর্দান্ত আঘাতের। 
কেমন মুর্খতা, যেখানে সবার শেষে গিয়ে
নিজের সবকিছু ফাঁকা হয়ে দাঁড়ায়। 
তাও এত কিছুর পড়ে কিছু শব্দ আছে
এই শান্ত রাত আছে, যার মলম লাগিয়ে যাচ্ছি।

©Ananta Dasgupta #anantadasgupta #nojotobengali #bengaliquote #bengalicreation #BengaliPoem #bengaliwriting #Pinterest
কিছু কম বেশি, কিছু ঠিক ভুলের মধ্যে থেকে যাচ্ছি। 
আশপাশে সব ভাল, কিন্তু কিছু ফাঁকা রেখে যাচ্ছি। 
হঠাৎ করেই খুব অসহায় বোধ হয় নিজেকে, 
কালো মেঘের মত ঘিরে নেয় মনকে, 
নিজের লড়াই নিজের সাথেই চালিয়ে যাচ্ছি। 
মুখের কথা আর বাস্তবতা আলাদা হয়, 
মিথ্যে যতই সুন্দর হোক, কিন্তু মিথ্যেই হয়। 
মনের আবেগ নিজের ঠিকানা খুঁজে পাক, 
এই আশায় দু হাত বাড়িয়ে এমনি ছুটে যাচ্ছি। 
কেমন বোকামি, যেখানে সত্য জেনেও 
অপেক্ষা করা হয় এক দুর্দান্ত আঘাতের। 
কেমন মুর্খতা, যেখানে সবার শেষে গিয়ে
নিজের সবকিছু ফাঁকা হয়ে দাঁড়ায়। 
তাও এত কিছুর পড়ে কিছু শব্দ আছে
এই শান্ত রাত আছে, যার মলম লাগিয়ে যাচ্ছি।

©Ananta Dasgupta #anantadasgupta #nojotobengali #bengaliquote #bengalicreation #BengaliPoem #bengaliwriting #Pinterest