Nojoto: Largest Storytelling Platform

সুগত অফিসে যাওয়ার জন্য তৈরী হচ্ছিল। সুমনা মনে ক

সুগত অফিসে যাওয়ার জন্য  তৈরী হচ্ছিল।  সুমনা 
মনে করিয়ে দিল,আজ সন্ধ্যেবেলা ছটারমধ্যে ফিরে 
এসো কিন্তু। আজ মার্কটিংএ যেতেই হবে। সুগতর মনে
পড়ল মা গত পরশু থেকেই বলে রেখেছে আছ সন্ধ্যেয় 
ছোট মাসীর বাড়ী পৌঁছে দিতে। বড় মামা দিল্লী থেকে
ওখানেই এসে উঠেছে। মা দুটো দিন ওখানে থাকতে চায়। 
তার মায়ের শখও চাহিদা এতই কম যে এই কাজটুকু
তাকে আজ করতেই হবে। সোমাকে সে কথা জানাতে
সে বলল--আমি তো জানতাম,তুমি একটা বাহানা
তুলবেই। আমার বেলায়ই তোমার সময় নেই। সুগত বলল,রাগ কোরনা সুমনা। তোমাকে শিওর সামনের শনিবার নিয়ে যাব। মায়ের মুখে একটু হাসি দেখলে
বড় ভাল লাগে গো। সারা জীবন তো সংসারে দিয়েই গেল। এখন এইটুকু করি। সুমনা মুখ ভার করে রইল।
সুগত টা টা করে বেরিয়ে গেল। যেতে যেতে ভাবল,
সুমনা ব্যাপারটা ঠিক বুঝবে। মায়ের মুখের হাসি দেখার
আশাটা তো অ্যাভয়েড করা যায় না! হাসি।
সুগত অফিসে যাওয়ার জন্য  তৈরী হচ্ছিল।  সুমনা 
মনে করিয়ে দিল,আজ সন্ধ্যেবেলা ছটারমধ্যে ফিরে 
এসো কিন্তু। আজ মার্কটিংএ যেতেই হবে। সুগতর মনে
পড়ল মা গত পরশু থেকেই বলে রেখেছে আছ সন্ধ্যেয় 
ছোট মাসীর বাড়ী পৌঁছে দিতে। বড় মামা দিল্লী থেকে
ওখানেই এসে উঠেছে। মা দুটো দিন ওখানে থাকতে চায়। 
তার মায়ের শখও চাহিদা এতই কম যে এই কাজটুকু
তাকে আজ করতেই হবে। সোমাকে সে কথা জানাতে
সে বলল--আমি তো জানতাম,তুমি একটা বাহানা
তুলবেই। আমার বেলায়ই তোমার সময় নেই। সুগত বলল,রাগ কোরনা সুমনা। তোমাকে শিওর সামনের শনিবার নিয়ে যাব। মায়ের মুখে একটু হাসি দেখলে
বড় ভাল লাগে গো। সারা জীবন তো সংসারে দিয়েই গেল। এখন এইটুকু করি। সুমনা মুখ ভার করে রইল।
সুগত টা টা করে বেরিয়ে গেল। যেতে যেতে ভাবল,
সুমনা ব্যাপারটা ঠিক বুঝবে। মায়ের মুখের হাসি দেখার
আশাটা তো অ্যাভয়েড করা যায় না! হাসি।

হাসি। #Quote