Nojoto: Largest Storytelling Platform

।। রঙওয়ালা ।। এক বুক বাঁচার তাগিদ আর

             ।। রঙওয়ালা ।।
এক বুক বাঁচার তাগিদ আর হাতে একটা সস্তার পেন্টব্রাশ,
নতুন শহর আঁকার দাবি তুলে, ফুটিফাটা জলরঙে কয়েক ফোঁটা বিপ্লব মেশায়,
হিমালয়রূপী মই বেয়ে উঠে দাঁড়ায়, জীবন-পটে গড়া নরম অবয়বটা।
দুপায়ের জান্তব শক্তিতে, স্বপ্ন-দেখা চোখে কয়েক ছটাক স্পন্দন ছুঁড়ে দিই,
নিশীথ সূর্যের অত্যুজ্জ্বল আলোয় স্পষ্টতা পায় তিলে তিলে পোষ মানানো ইচ্ছেপুরী।

অগুন্তি ইলেকট্রিক তারের জটাজালে তিনমাথার মোড়টাও লোডশেডিংয়ের রঙ খোঁজে,
টহলরত কাকগুলোর চোখে চিকচিক করে আঁশটে গন্ধওয়ালা শকুনের মাংসাশী দৃষ্টি,
রঙিন বাড়িঘরে উপুড় করে ঢেলে দেয় কোটি টাকার আলকাতরা, উপচে পড়া হয়রানিতে পাঁচ মিনিটের বিশ্রাম নিই,
ফের জীবন রাঙানো জলরঙের খোঁজে ছুটি, ভুলিনি গো ভুলিনি, আমি যে রঙওয়ালা!
নখের কোণে কালো ছোপ ধরে, ঠোঁটের কষ বেয়ে রক্ত গড়ায়, হামাগুড়ির ভঙ্গি শেখে কোমরটাও,
শুধু বুকের ভেতরের হৃদপিন্ডটার অবিরাম দাপাদাপিতে থামাতে পারিনি ইচ্ছেপুরীর দেওয়াল লিখন।। 
মাথার ঘাম ফেলা চপ্পলে জাঁকিয়ে বসেছে রঙচটা চামড়ার কাটাকুটির নিখুঁত দাগ,
তা হোক, এই রঙওয়ালার ছেঁড়া শার্টের শরীরখানা জব্বর রঙিন থাকবে.. ছিটে লাগা রঙে।।
          -শ্রীতমা

 

🥀 বন্ধুরা, আজ রইল একটি গদ্য কবিতা লেখার কনটেস্ট। বিষয় তোমাদের ইচ্ছে মতন।
( এই কনটেস্টের সেরা লেখাগুলি স্থান পাবে আমাদের ওয়েব ম্যাগাজিন আগমনীতে। )

🥀 কনটেস্টটিকে আরও মজাদার করে তুলতে আমাদের তরফ থেকে রইল একটি ছোট্ট প্রয়াস। এই কনটেস্টে অংশ ননেওয়ার পর তোমরা তোমাদের বন্ধুদের চ্যালেঞ্জ করতে পারো মেনশনিং এর মাধ্যমে।

কাব্যকাহন চ্যালেঞ্জ করল ❣️ Sanchari Mondal ❣️উন্ডে কোলাব করতে পারো অথবা নিজেদের পছন্দের ছবিতে লিখতে পারো। শুধু ক্যাপশনে রেখো #গদ্যকবিতা১
             ।। রঙওয়ালা ।।
এক বুক বাঁচার তাগিদ আর হাতে একটা সস্তার পেন্টব্রাশ,
নতুন শহর আঁকার দাবি তুলে, ফুটিফাটা জলরঙে কয়েক ফোঁটা বিপ্লব মেশায়,
হিমালয়রূপী মই বেয়ে উঠে দাঁড়ায়, জীবন-পটে গড়া নরম অবয়বটা।
দুপায়ের জান্তব শক্তিতে, স্বপ্ন-দেখা চোখে কয়েক ছটাক স্পন্দন ছুঁড়ে দিই,
নিশীথ সূর্যের অত্যুজ্জ্বল আলোয় স্পষ্টতা পায় তিলে তিলে পোষ মানানো ইচ্ছেপুরী।

অগুন্তি ইলেকট্রিক তারের জটাজালে তিনমাথার মোড়টাও লোডশেডিংয়ের রঙ খোঁজে,
টহলরত কাকগুলোর চোখে চিকচিক করে আঁশটে গন্ধওয়ালা শকুনের মাংসাশী দৃষ্টি,
রঙিন বাড়িঘরে উপুড় করে ঢেলে দেয় কোটি টাকার আলকাতরা, উপচে পড়া হয়রানিতে পাঁচ মিনিটের বিশ্রাম নিই,
ফের জীবন রাঙানো জলরঙের খোঁজে ছুটি, ভুলিনি গো ভুলিনি, আমি যে রঙওয়ালা!
নখের কোণে কালো ছোপ ধরে, ঠোঁটের কষ বেয়ে রক্ত গড়ায়, হামাগুড়ির ভঙ্গি শেখে কোমরটাও,
শুধু বুকের ভেতরের হৃদপিন্ডটার অবিরাম দাপাদাপিতে থামাতে পারিনি ইচ্ছেপুরীর দেওয়াল লিখন।। 
মাথার ঘাম ফেলা চপ্পলে জাঁকিয়ে বসেছে রঙচটা চামড়ার কাটাকুটির নিখুঁত দাগ,
তা হোক, এই রঙওয়ালার ছেঁড়া শার্টের শরীরখানা জব্বর রঙিন থাকবে.. ছিটে লাগা রঙে।।
          -শ্রীতমা

 

🥀 বন্ধুরা, আজ রইল একটি গদ্য কবিতা লেখার কনটেস্ট। বিষয় তোমাদের ইচ্ছে মতন।
( এই কনটেস্টের সেরা লেখাগুলি স্থান পাবে আমাদের ওয়েব ম্যাগাজিন আগমনীতে। )

🥀 কনটেস্টটিকে আরও মজাদার করে তুলতে আমাদের তরফ থেকে রইল একটি ছোট্ট প্রয়াস। এই কনটেস্টে অংশ ননেওয়ার পর তোমরা তোমাদের বন্ধুদের চ্যালেঞ্জ করতে পারো মেনশনিং এর মাধ্যমে।

কাব্যকাহন চ্যালেঞ্জ করল ❣️ Sanchari Mondal ❣️উন্ডে কোলাব করতে পারো অথবা নিজেদের পছন্দের ছবিতে লিখতে পারো। শুধু ক্যাপশনে রেখো #গদ্যকবিতা১