Nojoto: Largest Storytelling Platform

নীরবে; দূর বহুদূরকে ভেদ করেছে সে চোখ যেন নিষ্প্রাণ

নীরবে;
দূর বহুদূরকে ভেদ করেছে সে চোখ
যেন নিষ্প্রাণ;কখনোবা তারার মত ঝিকমিক করছে
কত কত যুগধরে তার অধর বেয়ে 
কত তারা গলে গলে পরেছে
সারাটি জীবন জুরে কত মানুষের চোখের জল যে মুছে দিয়েছে
সকলের আড়ালে নিজের ব্যাথাকে যে ঢেকে রেখেছে
দীর্ঘ প্রলয় মাঝে যে নিজেকে
অটুট রেখেছে,
তারই আত্মজ বিশ্বাস ঘাতক।।
 আজও নিষ্প্রান চোখ তবু প্রতিক্ষার,প্রতিশ্রতির আশায়।।

©Mitra Chakraborty #নীরবে; মিত্রা চক্রবর্ত্তী
নীরবে;
দূর বহুদূরকে ভেদ করেছে সে চোখ
যেন নিষ্প্রাণ;কখনোবা তারার মত ঝিকমিক করছে
কত কত যুগধরে তার অধর বেয়ে 
কত তারা গলে গলে পরেছে
সারাটি জীবন জুরে কত মানুষের চোখের জল যে মুছে দিয়েছে
সকলের আড়ালে নিজের ব্যাথাকে যে ঢেকে রেখেছে
দীর্ঘ প্রলয় মাঝে যে নিজেকে
অটুট রেখেছে,
তারই আত্মজ বিশ্বাস ঘাতক।।
 আজও নিষ্প্রান চোখ তবু প্রতিক্ষার,প্রতিশ্রতির আশায়।।

©Mitra Chakraborty #নীরবে; মিত্রা চক্রবর্ত্তী

#নীরবে; মিত্রা চক্রবর্ত্তী #জীবন