Nojoto: Largest Storytelling Platform
mitrachakraborty5254
  • 20Stories
  • 4Followers
  • 136Love
    130Views

Mitra Chakraborty

  • Popular
  • Latest
  • Video
8a0ad06f488f62edd8e19e5f6881bc2b

Mitra Chakraborty

যুগ যুগ ধরে মানুষকে ভালো রাখার ভালো থাকার পথ দেখাতে ভগবান সন্তান বারে বারে পৃথিবীতে এসেছে, নানা কটুক্তি ও কুট আচরন করতে পিছুপা হয়নি শয়তান। পার্থক্য একটাই শয়তান জন্মেছে বারবার মৃত্যুও বারবার, কিন্তু ভগবান সন্তানের জন্ম যতবারই হোক না কেন মৃত্যু হয়না কখনোই।যুগ যুগ ধরে বেঁচে থাকে সকলের হৃদয়ে।এ কথাটা আমরা সবাই জানি তাইতো?কি লাভ পোকার মতো বেঁচে?একে ওকে কামরে!!??

©Mitra Chakraborty #জীবনের বার্তা, #মিত্রা চক্রবর্ত্তী,#মতামত এবং #চিন্তা

#জীবনের বার্তা, #মিত্রা চক্রবর্ত্তী,#মতামত এবং #চিন্তা

8a0ad06f488f62edd8e19e5f6881bc2b

Mitra Chakraborty

ভন্ডামির জগতে সত্যি কারের গুনি ও প্রকৃত মানুষ কখনোই নিজের গুনের বরাই করেননা।নিজের সুনাম করেননা।অন্যের বদনাম করেননা।
      শুধু মাত্র কর্মআচরন দ্বারাই সকলের বুকের মাঝে বিরাজ করেন কালের উর্দ্ধে গিয়ে যুগ যুগ ধরেই...*****

©Mitra Chakraborty #মানুষেরঅমরত্ব, মিত্রা চক্রবর্ত্তী 💗

#leaf

#মানুষেরঅমরত্ব, মিত্রা চক্রবর্ত্তী 💗 #leaf #জীবন

8a0ad06f488f62edd8e19e5f6881bc2b

Mitra Chakraborty

আজকের  সময়ে মানুষ কেবলমাত্র দূর থেকেই সুন্দর!রুপ চকচকে করার ব্যাস্ততায় বিবেক ও কর্মকে চকচকে করার অবকাশ মেলেনা হয়তো!? তাই মানুষ খুঁজি মানুষেরই জঙ্গলে💞

©Mitra Chakraborty #ছদ্মবেশী , #মিত্রাচক্রবর্ত্তী 

#roseday

#ছদ্মবেশী , #মিত্রাচক্রবর্ত্তী #roseday #জীবন

8a0ad06f488f62edd8e19e5f6881bc2b

Mitra Chakraborty

এ জগতে কেউই সম্পূর্ণ নয় সবাইকে ই সবার সাহায্যর প্রয়োজনীয়তা আছে।সাহায্য ও সহোযোগিতা পেতে সকলের ই খুব ভালো লাগে বিশেষত দেওয়ালে যদি কারো পিঠ ঠেকে যায়,মাঝ সমুদ্রে ডুবন্ত মানুষ একটি খর কুটোকে অবলম্বন করে বাঁচতে চায়।
যে কোনো বিষয়েই সামান্য সাহায্য সহযোগিতা পেলে কৃতজ্ঞতা বোধে  মানষিকতা রাখি ও খুব চেষ্টা করি কোনো না কোনো ভাবে সে উপকারীর ঋন শোধ করতে,আর তাতেই বিবেক আমার শান্ত হয়।
তবে এক্ষেত্রে কোনো এক ব্যাক্তি যদি সামান্য উপকার এর নাম করে আমার জীবনে অসামান্য ভন্ডামি বদমাসি লুঠ তরাজ চালানোর মানষিকতা রাখে ও আমাকে সর্বশান্ত করে,পথের ভিখারি করার মানষিকতা রাখে ও আচরন করতেই থাকে, অসীম ধৈর্য নিয়ে তাকে সাহায্য করা ও বার বার ক্ষমা করাটাকি আমার অন্যায় হচ্ছে না????হায় অত্যন্ত লোভি অকৃতজ্ঞ মানুষ থেকে কবে মুক্ত হতে পারবো !!!!

©Mitra Chakraborty #সহোযোগিতা #সাহায্য #অকৃতজ্ঞতা
#মিত্রাচক্রবর্ত্তী ২২শে জুন ২০২২

#Love

#সহোযোগিতা #সাহায্য #অকৃতজ্ঞতা #মিত্রাচক্রবর্ত্তী ২২শে জুন ২০২২ Love #জীবন

8a0ad06f488f62edd8e19e5f6881bc2b

Mitra Chakraborty

একটি লোক তাকে মাত্র ৬বছর আগে পর্যন্ত চিনতাম না।সবাই থাকতেও পৃথিবীতে অত্যন্ত একা।তার কোনো বিপদে কেউ সাথে দেয়না।মামাবাড়িতে মানুষ হলেও ভাড়া বাড়ি থাকে।মা নেই বাবা বোন আছে।তারা সশরীরে নয় শুধু মাত্র ফোনে খোঁজ খবর রাখে সপ্তাহান্তে একবার।মন মরা,ক্লান্ত,বিদ্ধস্ত একটি মানুষ।একটি দোকান আছে।কাজ করার প্রেরনা পায়না সে বাঁচার প্রেরনা পায়না। আমার বাবার খুব মায়া হলো লোকটিকে দেখে।লোকটি বাবার সাথে অতি বিনম্র শান্ত ও শ্রদ্ধার সুরে কথা বলেন।সবসময় কথার শুরুতে ও শেষে পায়ে ধরে প্রনাম করেন।বাবাকে সামনে পেলে অত্যন্ত খুশি ও আনন্দিত হন।বাবার বাজারের ব্যগটা
বয়ে দেন।ধীরে ধীরে বাবা মাতৃহারা সজন হারা লোকটিকে বাবা পরম অপত্য স্নেহে ভালোবেসে ফেলেন।

©Mitra Chakraborty #স্মৃতিকথা,#বিশ্বাস; #মিত্রাচক্রবর্ত্তী 

#lovebond

#স্মৃতিকথা,#বিশ্বাস; #মিত্রাচক্রবর্ত্তী #lovebond #সাসপেন্স

8a0ad06f488f62edd8e19e5f6881bc2b

Mitra Chakraborty

একটি লোক তাকে মাত্র ৬বছর আগে পর্যন্ত চিনতাম না।সবাই থাকতেও পৃথিবীতে অত্যন্ত একা।তার কোনো বিপদে কেউ সাথে দেয়না।মামাবাড়িতে মানুষ হলেও ভাড়া বাড়ি থাকে।মা নেই বাবা বোন আছে।তারা সশরীরে নয় শুধু মাত্র ফোনে খোঁজ খবর রাখে সপ্তাহান্তে একবার।মন মরা,ক্লান্ত,বিদ্ধস্ত একটি মানুষ।একটি দোকান আছে।কাজ করার প্রেরনা পায়না সে বাঁচার প্রেরনা পায়না। আমার বাবার খুব মায়া হলো লোকটিকে দেখে।লোকটি বাবার সাথে অতি বিনম্র শান্ত ও শ্রদ্ধার সুরে কথা বলেন।সবসময় কথার শুরুতে ও শেষে পায়ে ধরে প্রনাম করেন। বাবাকে সামনে পেলে অত্যন্ত খুশি ও আনন্দিত হন।বাবার বাজারের ব্যাগটা বয়ে দেন।ধীরে ধীরে বাবা মাতৃহারা সজন হারা লোকটিকে পরম অপত্য স্নেহে ভালোবেসে ফেলেন।

©Mitra Chakraborty #স্মৃতি কথা; মিত্রা চক্রবর্ত্তী 

#lovebond

#স্মৃতি কথা; মিত্রা চক্রবর্ত্তী #lovebond #সাসপেন্স

8a0ad06f488f62edd8e19e5f6881bc2b

Mitra Chakraborty

ভালোবাসা!!!
ভালোবাসা কি?!
ভালোবাসার মর্মার্থ কি?!
ভালোবাসার আয়ু কত?!
ভালোবাসার কার্য!কারন! ফলাফল কি???!!!
ভালোবাসার গভীরতা?!
একবিংশ শতাব্দীতে ভালোবাসার অবস্থান কি!!??
প্রশ্নটার মতন 
উত্তর টাও কি সোজা?!

©Mitra Chakraborty #ভালোবাসা #মিত্রাচক্রবর্তী #কলকাতা #বিরাটী

#YouNme

#ভালোবাসা #মিত্রাচক্রবর্তী #কলকাতা #বিরাটী #YouNme #চিন্তা

8a0ad06f488f62edd8e19e5f6881bc2b

Mitra Chakraborty

শান্তি নেই একফোঁটা
মনের মধ্যে চলে ঝড় 
এ জীবন মরন নয়তো বৃথা!!??
হে বিধাতা
যাই করি বা করতে পারি তৃপ্ত হইনা 
কিছুতেই।
অতিব ক্ষুদ্র সামান্য সাধ্য দিয়ে অসাধ্য সাধন করি কি উপায়েই?

©Mitra Chakraborty #জীবন #মরন নয়তো বৃথা;#মিত্রাচক্রবর্ত্তী;#কলকাতা #বিরাটী

#জীবন #মরন নয়তো বৃথা;#মিত্রাচক্রবর্ত্তী;#কলকাতা #বিরাটী #চিন্তা

8a0ad06f488f62edd8e19e5f6881bc2b

Mitra Chakraborty

"
'জন্মিলে মরিতে হবে;অমর কে কোথা কবে'
কোনো মানুষ যখন মৃত্যু-বিপদ ও নানান চক্রান্তের মুখ থেকে বেঁচে ফিরে আসেন সমাজের বুকে ভগবান বাঁচিয়ে রাখেন নানান চক্রান্তের মাঝেও তার তখন বুঝে নিতে হয় ভগবান তার জন্য বিশেষ কিছু কার্য রেখেছেন ও সেই জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছেন।এবং তা সর্ব মানব জাতির কল্যাণ কর্ম যোগ্যেই। আমি অন্তর থেকে আত্ম তৃপ্ত আত্ম শুদ্ধ কারন আজ পর্যন্ত কাউকে ই ঠকাইনি সদাই সৎ নীতি মেনে সত্য নিষ্ঠা কর্তব্য কর্ম ও ধর্ম অবলম্বন করে চলেছি আমি হিন্দু ব্রাহ্মণ ঘরে জন্ম লাভ করেও ছোটো থেকেই যখন পরম পিতা ক্রুশবিদ্ধ যিশুকে দেখে চোখে জল আসতো বুক ফেটে কান্না আসতো,এই পৃথিবীর নৃশংসতা উপলব্ধি করে।গুরুদোয়ারার পার্থনা সভায় ভাষা বুঝতে না পারলেও অপার পবিত্র তায় মন ভরে উঠত মনে হতো কতো বিশাল মহান পবিত্রতার মাঝে একটি অতিক্ষুদ্র বিন্দু আমি। অবিশ্বাস্য হলেও সত্যি আমি পরমের স্পর্শ উপলব্ধি করেছি সে উপলব্ধি সঙসারের সকল সুখের চেয়ে আরো সুখ সকল শান্তির চেয়েও আরো গভীর শান্তি জগতের সকল আনন্দ হতেও অপার আনন্দ। মসজিদে্র আজানে আমার মোন ব্যাকুল হয়েছে বারবার পরম শ্রদ্ধায় বার বার মাথা নত করে প্রার্থনা করেছি আর বলেছি "তোমার ইচ্ছা করো হে পূর্ন আমার জীবন মাঝে"।বার বার পশ্ন করেছি মহাশক্তি পরমাত্মা সর্ব কল্যান কারি  সৃজন লালন ও মহা প্রলয় করী ধ্বংসের দেবতাকে আমার জন্মের কারন কি? 
উদ্দেশ্যে কি? জীবনের লক্ষ কি? জীবনের সাধনা কি আমার চলার পথ কি? আমার ধর্ম কি ও আমার কর্ম কি?ভাবিয়া চিন্তিয়া করিও কাজ করিয়া ভাবিও না।হে ১০০০০০বার ভাবি পদক্ষেপ নেবার আগে। ভাবিনা পদক্ষেপ নেবার পর। আমার কাছে জাত পাত উচ্চ নিচ ধনী নির্ধন, সুন্দর কুৎসিত সবার জন্য সমান ভাবাবেগ। এ পৃথিবীতে সকল বিশ্ব চরাচরে শুধু মাত্র দুটি জাতি বসবাস করে পাপি ও নিস্পাপি,যা তার শুধু মাত্র মানষিকতা কর্ম ও আচার আচরনেই নির্ধারিত হয়।এ পৃথিবীতে খুব কম শতাংশ গুনি মানুষ বেঁচে থাকতে তার গুনের তার পবিত্র কর্মের পুরস্কার পেয়েছেন।তাই আমি ও সে আশা কে মনে বাসা বাঁধতে দেইনি।।

©Mitra Chakraborty #জন্মিলে মরিতে হবে অমর কে কোথা রবে; #মিত্রা চক্রবর্ত্তী #কলকাতা

#জন্মিলে মরিতে হবে অমর কে কোথা রবে; #মিত্রা চক্রবর্ত্তী #কলকাতা #চিন্তা

8a0ad06f488f62edd8e19e5f6881bc2b

Mitra Chakraborty

যখনই ধরিতে যাই নাগাল নাহি পাই
নানা সীমাবদ্ধতায়
"সঙ্সারের আমি","সমাজের আমি",এ"পৃথিবীর আমি" এ "বিশ্ব প্রকৃতির আমি", "আমার শত্রুর আমি", "আমার মিত্রের আমি","আমার আমি" -এই "এতো আমি" নিয়ে আমি একাকার,নাজেহাল।
সকল আমিকে একটি সুতোয় গাঁথতে মালা জীবন হলো অবসান।। আমার জীবন শান্ত হবে শান্তি পাবে হবে পুন্য,যেদিন হব কর্মে পূর্ণ,ধর্মে পূর্ণ,কর্তব্যে পূর্ণ।।
যে পবিত্র কর্ম নিয়ে এসে ছিলেম
 ধরার বুকে ধরনী তলে
সে কর্মে চাইযে নিজেকে চিনে নিতে,
জন্ম উদ্দেশ্য কিছু তো আছে?? 
বৃথা নয়তো এ জনম মরন _✍️মিত্রা চক্রবর্ত্তী।

©Mitra Chakraborty #বন্ধু #আমার আমিতে মিলবো সেদিন বন্ধু;#মিত্রা চক্রবর্ত্তী

#বন্ধু #আমার আমিতে মিলবো সেদিন বন্ধু;#মিত্রা চক্রবর্ত্তী #চিন্তা

loader
Home
Explore
Events
Notification
Profile