Nojoto: Largest Storytelling Platform

বিপর্যয়ের পর গম্ভীরের ডানা ছাঁটাই, ভারতীয় ক্রিকেট

বিপর্যয়ের পর গম্ভীরের ডানা ছাঁটাই, ভারতীয় ক্রিকেট ফিরছে পুরনো ‘বাবু’ সংস্কৃতিতে!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের কোন দল যাবে তা বেছে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা ছিল গম্ভীরের। সেই সঙ্গে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে কী ধরনের পিচ হবে তা-ও বেছে নিয়েছিলেন তিনি। কিন্তু তার পরেও সাফল্য অধরা। আর তাই প্রশ্নের মুখে গম্ভীর।

চাহিদার শেষ নেই। গৌতম গম্ভীরের একের পর এক চাহিদা মেটাতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে একাধিক বার প্রথা বদলাতে হয়েছে। বেশ কিছু পরিবর্তন দেখেছে ভারতীয় ক্রিকেট। চার মাস যেতে না যেতেই আরও এক বদলের দাবি উঠেছে— গম্ভীর বদল। এ দেশের ক্রিকেটে এত তাড়াতাড়ি কোচ সরানোর দাবি আগে কখনও ওঠেনি।

©BANGLE TIMES #Gambhir
বিপর্যয়ের পর গম্ভীরের ডানা ছাঁটাই, ভারতীয় ক্রিকেট ফিরছে পুরনো ‘বাবু’ সংস্কৃতিতে!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের কোন দল যাবে তা বেছে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা ছিল গম্ভীরের। সেই সঙ্গে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে কী ধরনের পিচ হবে তা-ও বেছে নিয়েছিলেন তিনি। কিন্তু তার পরেও সাফল্য অধরা। আর তাই প্রশ্নের মুখে গম্ভীর।

চাহিদার শেষ নেই। গৌতম গম্ভীরের একের পর এক চাহিদা মেটাতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে একাধিক বার প্রথা বদলাতে হয়েছে। বেশ কিছু পরিবর্তন দেখেছে ভারতীয় ক্রিকেট। চার মাস যেতে না যেতেই আরও এক বদলের দাবি উঠেছে— গম্ভীর বদল। এ দেশের ক্রিকেটে এত তাড়াতাড়ি কোচ সরানোর দাবি আগে কখনও ওঠেনি।

©BANGLE TIMES #Gambhir
bangletimes2800

BANGLE TIMES

New Creator