আরজি করের ‘রক্তমাখা’ গ্লাভসে রক্তই নেই! প্রমাণ মিলেছে ল্যাবের পরীক্ষায়, জানিয়ে দিলেন স্বয়ং সুপার মঙ্গলবার আরজি কর হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানান, গ্লাভসের লাল দাগ রক্তের নয়। বায়োকেমিস্ট্রি বিভাগের ল্যাবে হওয়া পরীক্ষায় এই প্রমাণ মিলেছে বলে জানান তিনি। আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে ‘রক্তমাখা গ্লাভস’ এসেছে বলে সম্প্রতি শোরগোল পড়ে গিয়েছিল। তবে মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে স্বয়ং সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানালেন, গ্লাভসের লাল দাগ রক্তের নয়। বায়োকেমিস্ট্রি বিভাগের ল্যাবে হওয়া পরীক্ষায় এই প্রমাণ মিলেছে বলে জানান তিনি। তবে লাল রং কী ভাবে গ্লাভসে এল, তা খতিয়ে দেখতে সেগুলি ফরেন্সিক ল্যাবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। ©BANGLE TIMES #R_G_Kar_Hospital