আশা আর আশা! কি অদ্ভুত ব্যাপার! এই চক্করে কত কিছুই না হয়। কখনো খুশির আলো, কখনো দুঃখের কুয়াশা আর ভয়। কোন এক বরাহানন্দন বলে গেছিল "আশার ওপর পৃথিবী বেছে আছে" ওর এই কথা শুনে না জানে, কত জন বেছে থেকেও মরে গেছে। হয়তো এইটা হতে পারে হয়তো এইটা হবে, আমি এইটা করব হয়তো আজ কিছু হবে, কিছু পাল্টে যাবে হয়তো শেষে আমি সব পাবো। এই "হয়তো"র মধ্যে লুকিয়ে থাকা আশা, তিলে তিলে জ্বালায়, আবার একটু করে বাঁচায়। ঠিক কাঁটা ঘায়ে নুন দিয়ে, যেমন ওর ওপরেই আবার চাবুক চালায়। ©Ananta Dasgupta #snowpark #anantadasgupta #BengaliPoem #bengalipoetry #bengaliquote