Nojoto: Largest Storytelling Platform

#আমি_আমার_মত, #দীপা_ভট্টাচার্য "" "" "

#আমি_আমার_মত,
            #দীপা_ভট্টাচার্য
"" "" "" "" "" "" "" "" "" ""
নাইবা থাকুক কারো কাছে আমার দাম,
নাইবা থাকুক কারো কাছে আমার নাম,
যতই লোকে করুক আমায় তুচ্ছ, হেয়,
নাইবা হলাম কারো কাছে জনপ্রিয়,
আমায় নিয়ে মন্দ বলুক লোকে যত,
জেনে রেখো তবু আমি আমার মত।

কারও ভালোবাসা আমি নাইবা পেলাম,
ভালোবাসার পাত্রী আমি নাইবা হলাম,
না হয় একটু চোখের জলে হারিয়ে গেলাম,
নিজের কষ্ট আমি নিজেই সয়ে নিলাম
নিভিয়ে দিলাম বিরহেরই আগুন যত,
জেনে রেখো আমি শুধু আমার মত।

বাবা বলে দীপা নামের অর্থ আলো,
আলো দিয়েই ঘুচবে যত রাতের কালো,
লোকে না হয় মন্দ বলুক, বলুক ভালো,
তাতে বলো কার কি এলো,কার কি গেলো,
সবার মনে আলো জ্বালাও অবিরত,
লোকে জানুক আমার মেয়ে আমার মত।

ভাগ্য নিয়ে পড়ে ছিলাম সবার পিছু,
জীবন আমার শিখিয়েছে অনেক কিছু।
নইতো আমি পচে যাওয়া আপেল, লিচু,
আর করিনা হঠাৎ করে মাথা নিচু,
আমার নামে নিন্দা করুক হাজার শত,
বুক ফুলিয়ে বলব আমি আমার মত।
"" "" "" "" "" "" "" "" "" """"" " #Health
#আমি_আমার_মত,
            #দীপা_ভট্টাচার্য
"" "" "" "" "" "" "" "" "" ""
নাইবা থাকুক কারো কাছে আমার দাম,
নাইবা থাকুক কারো কাছে আমার নাম,
যতই লোকে করুক আমায় তুচ্ছ, হেয়,
নাইবা হলাম কারো কাছে জনপ্রিয়,
আমায় নিয়ে মন্দ বলুক লোকে যত,
জেনে রেখো তবু আমি আমার মত।

কারও ভালোবাসা আমি নাইবা পেলাম,
ভালোবাসার পাত্রী আমি নাইবা হলাম,
না হয় একটু চোখের জলে হারিয়ে গেলাম,
নিজের কষ্ট আমি নিজেই সয়ে নিলাম
নিভিয়ে দিলাম বিরহেরই আগুন যত,
জেনে রেখো আমি শুধু আমার মত।

বাবা বলে দীপা নামের অর্থ আলো,
আলো দিয়েই ঘুচবে যত রাতের কালো,
লোকে না হয় মন্দ বলুক, বলুক ভালো,
তাতে বলো কার কি এলো,কার কি গেলো,
সবার মনে আলো জ্বালাও অবিরত,
লোকে জানুক আমার মেয়ে আমার মত।

ভাগ্য নিয়ে পড়ে ছিলাম সবার পিছু,
জীবন আমার শিখিয়েছে অনেক কিছু।
নইতো আমি পচে যাওয়া আপেল, লিচু,
আর করিনা হঠাৎ করে মাথা নিচু,
আমার নামে নিন্দা করুক হাজার শত,
বুক ফুলিয়ে বলব আমি আমার মত।
"" "" "" "" "" "" "" "" "" """"" " #Health
waseemalhabib9305

New Creator