দু’দিনে তিন বার পিছোল আরজি কর মামলা, শুনানি বৃহস্পতিবার, সময় এখনও চূড়ান্ত নয় সুপ্রিম কোর্টে আবার আরজি কর মামলার শুনানি পিছিয়ে গেল। এই নিয়ে দু’দিনে তিন বার। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে। সুপ্রিম কোর্টে আবার আরজি কর মামলার শুনানি পিছিয়ে গেল। এই নিয়ে দু’দিনে তিন বার পিছোল শুনানি। বুধবার শুনানি হল না প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। বৃহস্পতিবার শুনানি হবে বলে জানিয়েছেন তিনি। তবে সকালে না দুপুরে, কখন শীর্ষ আদালত আরজি কর মামলা শুনবে, তা এখনও স্পষ্ট হয়নি। আইনজীবীদের নিজেদের মধ্যে আলোচনা করে কোর্টকে সময় জানাতে বলেছেন প্রধান বিচারপতি। ©BANGLE TIMES #R_G_Kar_Incident