Nojoto: Largest Storytelling Platform

কি চাইব আর? এখন তো খুব দামি হয়ে গেছে জিনিসপত্র।

কি চাইব আর? 
এখন তো খুব দামি হয়ে গেছে জিনিসপত্র। 
খুব দামি এখন কিছুক্ষণের শান্তি। 
খুব দেরি হয়ে যায় এইটুকু জানাতে, 
কি সারাদিন তো তোমার কথা ভাবলাম
কিন্তু খুব দেরি হয়ে গেল বলতে, 
খুব দামি হয়ে গেছে সময় একটু স্নেহের জন্য। 
চাহিদা এত কি ‌গণনা কম হয়ে যাবে, 
কিন্তু যখন মনে হয়ে, এবার হয়তো পূর্ন হতে চলেছে, 
ঠিক তখনই ভয় নিজের বাসা বানায়, 
মনে করায় সম্পর্ক জুড়ে কত দ্রুত সেটা ভেঙ্গে যায়। 
খুব দামি হয়ে গেছে একমুঠো বিশ্বাস।

©Ananta Dasgupta #anantadasgupta #Bengali #quotation #pinterest #Bengali_poem #bengaliwriting #bengalipoetry
কি চাইব আর? 
এখন তো খুব দামি হয়ে গেছে জিনিসপত্র। 
খুব দামি এখন কিছুক্ষণের শান্তি। 
খুব দেরি হয়ে যায় এইটুকু জানাতে, 
কি সারাদিন তো তোমার কথা ভাবলাম
কিন্তু খুব দেরি হয়ে গেল বলতে, 
খুব দামি হয়ে গেছে সময় একটু স্নেহের জন্য। 
চাহিদা এত কি ‌গণনা কম হয়ে যাবে, 
কিন্তু যখন মনে হয়ে, এবার হয়তো পূর্ন হতে চলেছে, 
ঠিক তখনই ভয় নিজের বাসা বানায়, 
মনে করায় সম্পর্ক জুড়ে কত দ্রুত সেটা ভেঙ্গে যায়। 
খুব দামি হয়ে গেছে একমুঠো বিশ্বাস।

©Ananta Dasgupta #anantadasgupta #Bengali #quotation #pinterest #Bengali_poem #bengaliwriting #bengalipoetry