Nojoto: Largest Storytelling Platform

দূরত্ব বাড়ছে কংগ্রেস আর তৃণমূলে! ‘ইন্ডিয়া’র ফাটল

দূরত্ব বাড়ছে কংগ্রেস আর তৃণমূলে! ‘ইন্ডিয়া’র ফাটল কি ক্রমশ ভাঙনের দিকে? দুই শরিকের বিরোধ প্রকাশ্যে

লোকসভায় শক্তির বিচারে ‘ইন্ডিয়া’র বৃহত্তম দল কংগ্রেস। দ্বিতীয় ও তৃতীয় দল সমাজবাদী পার্টি এবং তৃণমূল। এই দুই দলের সঙ্গেই সংসদের ভিতরে এবং বাইরে ‘দূরত্ব’ বাড়ছে কংগ্রেসের।

বিরোধী জোট ‘ইন্ডিয়া’ কি আর টিকবে? ফাটল স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে ‘বড়’ শরিকের সঙ্গে ‘মেজো’ এবং ‘সেজো’র। ফাটল বাড়তে বাড়তে ভাঙনে গড়াবে কি? প্রশ্ন উঠতে শুরু করেছে।
মঙ্গলবার একই দিনে সংসদের ভিতরে বাইরে অন্তত তিনটি ঘটনা ‘ইন্ডিয়া’র দুই শরিক দল কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে দূরত্ব বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত দিল।

©BANGLE TIMES #Opposition_Alliance
দূরত্ব বাড়ছে কংগ্রেস আর তৃণমূলে! ‘ইন্ডিয়া’র ফাটল কি ক্রমশ ভাঙনের দিকে? দুই শরিকের বিরোধ প্রকাশ্যে

লোকসভায় শক্তির বিচারে ‘ইন্ডিয়া’র বৃহত্তম দল কংগ্রেস। দ্বিতীয় ও তৃতীয় দল সমাজবাদী পার্টি এবং তৃণমূল। এই দুই দলের সঙ্গেই সংসদের ভিতরে এবং বাইরে ‘দূরত্ব’ বাড়ছে কংগ্রেসের।

বিরোধী জোট ‘ইন্ডিয়া’ কি আর টিকবে? ফাটল স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে ‘বড়’ শরিকের সঙ্গে ‘মেজো’ এবং ‘সেজো’র। ফাটল বাড়তে বাড়তে ভাঙনে গড়াবে কি? প্রশ্ন উঠতে শুরু করেছে।
মঙ্গলবার একই দিনে সংসদের ভিতরে বাইরে অন্তত তিনটি ঘটনা ‘ইন্ডিয়া’র দুই শরিক দল কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে দূরত্ব বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত দিল।

©BANGLE TIMES #Opposition_Alliance
bangletimes2800

BANGLE TIMES

New Creator