"কি সুন্দর!" সকালের প্রথম আলো দেখে চারিদিকে নজর ঘুড়িয়ে দেখল দিয়া আর আমি একদিকে বসে ওকে দেখছি। আজ আমাদের বেড়িয়ে যেতে হবে। হাতে শুধু আজকের দিন মাত্র। ওর নজর আমার ওপর পড়তে আমি বালির ওপরে আঁকতে লাগলাম। "তুমি কত বার এই ভাবে দেখে বার বার চোখ ফেরাবে?" দিয়া পাশে এসে বসে বলল। আমি কিছু বললাম না। এমন কিছু না যা আমি বলিনি আর ও শোনেনি। কিছুক্ষণ ওর দিকে একদৃষ্টে তাকালাম আর তারপর একটু হেঁসে এড়িয়ে দিলাম। "যদি পছন্দ কর, তাহলে লুকিয়ে রেখেছ কেন?" দিয়া এরকম প্রশ্ন কখনো করেনি, তাই কিছুক্ষণের জন্য আমি ভাবতে পারিনি, কি বলব। শুধু একটা কথা কানে বাজল- "পছন্দ" "পছন্দ আর ভালোবাসার মধ্যে অনেক তফাৎ আছে। তুই জানিস এটা।" "আচ্ছা! কি শুনি!" দিয়া আমার দিকে ঘুরে গেল। "পছন্দ করা আর ভালোবাসা এক নয়। আমরা যখন প্রথম কিছু দেখি আর যদি ভালো লাগে তাহলে সেটা "পছন্দ" আর যদি সেই দেখার পরে আর কিছু দেখতে ইচ্ছা না করে সেটা হল "ভালোবাসা"। "পছন্দ করলে অপছন্দ করা যায়। পছন্দ করলে ওর থেকে ভালো বিকল্প খোঁজা যায়। যেমন তুই বলিস- "ইয়ু ডিসর্ভ বেটার!" এটা পছন্দ টুকু থাকলে বিকল্প থাকতো কিন্তু ভালবাসলে কাউকে আর আলাদা করা যায় না, তাই এর কোনো বিকল্প নেই।" "পছন্দের অনেক সীমানা আছে। আমরা যাচাই করে নেই। আর যদি আমাদের আওতায় পড়ে তাহলে সেটা আমাদের। ভালোবাসার কোনো সীমানা নেই, কোনো আয়ত্ত নেই। এই জন্যই ভালোবাসলে আমরা কোন কিছু দেখিনা, চায় সেটা আমাদের এই জীবনের সবকিছু নিয়ে নিক।" "পছন্দ কাউকেও করা যেতে পারে কিন্তু ভালোবাসা.... সবাই কে না।" "তোকে একটা উদাহরণ দেই। এই বীচ তোর ভালো লাগে আর তোর এই সানরাইজ টাও ভালো লাগে। এর মধ্যে তোর কাছে গুরুত্বপূর্ণ কোনটা- এই বীচ না সানরাইজ।" "সানরাইজ। কেননা বীচ তো এর থেকে ভালো পেয়ে যাবো কিন্তু এই সকালের প্রথম আলোর অনুভূতি আলাদা।" "এটাই হলো পছন্দ আর ভালোবাসার মধ্যে তফাৎ। বীচের বিকল্প আছে, আলোর নেই।" দিয়া কথাগুলো শুনছে কিন্তু ওর মনে অন্য কিছু। ©Ananta Dasgupta #anantadasgupta #bengalistory #options #likevslove