Nojoto: Largest Storytelling Platform

কোনো শব্দ নেই, কোনো অর্থ নেই কোনো বর্ননা নেই তোমার

কোনো শব্দ নেই, কোনো অর্থ নেই
কোনো বর্ননা নেই তোমার কাছে।
কোনো পরিধান নেই, কোনো ভাব নেই
কোনো গতি নেই তোমার কাছে।
নিরীহ হয়ে যায় কবি, বলতে চেয়েও বলতে পারে না
অধীরতা ঢেউ খেলে মনে, মনের বাইরে আসতে পারে না।
মিথ্যা বলে তারা যারা জানে না অসাধারণ বলে কিছু নেই
অসাধারণ নিজের সীমানা নির্ধারণ করে তোমার কাছে।
পুর্নিমার চাঁদ, সমুদ্রের ঢেউ, পাহাড়ের আভাস তাদের কাছে নেই
জড় হয়ে একত্র হয়েছে এখন তোমার কাছে।
কোনো শান্তির দৃষ্টি নেই, কোনো স্থিরতার সৃষ্টি নেই
কত কিছুই না চেতনা হারা আজ তোমার কাছে।
আমি ভাবি, আর একটু বেশি ভাবি, তারপর দেখি
কোনো কল্পনার অঙ্গিকার আজ ফাঁকা নেই
যদি কিছু বেচে থাকে তাহলে আমার মধ্যে তুমি
আমার সবটুকু রাখা রয়েছে তোমার কাছে।

©Ananta Dasgupta #Thinking #Bengali #Bengali_poem
কোনো শব্দ নেই, কোনো অর্থ নেই
কোনো বর্ননা নেই তোমার কাছে।
কোনো পরিধান নেই, কোনো ভাব নেই
কোনো গতি নেই তোমার কাছে।
নিরীহ হয়ে যায় কবি, বলতে চেয়েও বলতে পারে না
অধীরতা ঢেউ খেলে মনে, মনের বাইরে আসতে পারে না।
মিথ্যা বলে তারা যারা জানে না অসাধারণ বলে কিছু নেই
অসাধারণ নিজের সীমানা নির্ধারণ করে তোমার কাছে।
পুর্নিমার চাঁদ, সমুদ্রের ঢেউ, পাহাড়ের আভাস তাদের কাছে নেই
জড় হয়ে একত্র হয়েছে এখন তোমার কাছে।
কোনো শান্তির দৃষ্টি নেই, কোনো স্থিরতার সৃষ্টি নেই
কত কিছুই না চেতনা হারা আজ তোমার কাছে।
আমি ভাবি, আর একটু বেশি ভাবি, তারপর দেখি
কোনো কল্পনার অঙ্গিকার আজ ফাঁকা নেই
যদি কিছু বেচে থাকে তাহলে আমার মধ্যে তুমি
আমার সবটুকু রাখা রয়েছে তোমার কাছে।

©Ananta Dasgupta #Thinking #Bengali #Bengali_poem