Nojoto: Largest Storytelling Platform

#ভারত জয়........................................…

#ভারত জয়........................................…
ভারত জয়ের পূর্ণ্য ধ্বজা,উড়লো চাঁদের বুকে,
আমার দেশের জয় জয়কার বিশ্ববাসীর মাঝে।
সবার সেরা ভারতবর্ষ,এই আমরা ভারতবাসী।
হাওয়ার বুকে ভাসতে ভাসতে চন্দ্রযান জয়ী,
জয়ের মালা পরেছে,আমার দেশের জননী,
আমি সেই মাকে নমন করি,এই খুশির জয়ে,
ভারত জয়ের পূর্ণ্য ধ্বজা,উড়লো চাঁদের বুকে।
খুশির হাওয়া দিকে দিকে দিয়েছে খবর ঢেলে,
চাঁদ মামাকে দেখবো আমরা ভাবিনি এমন ভাবে।
হার মেনেছিলাম আমরা, সেদিনের চন্দ্রযানে,
চাঁদের বুকে স্থাপন করতে পাড়িনি সেদিন তাকে।
শত শত ভারতবাসী স্তম্ভিত হয়েছিল বড়ো দুঃখে,
সেদিনের ব্যাথা ভুলিয়েছে আজকের জয়ে।
ভারত জয়ের পূর্ণ্য ধ্বজা, উড়লো চাঁদের বুকে ,
শূন্য থেকে শুরু আবার পূর্ন্য জয়ের এই ধ্বজা,
সেই জয়েছে ভারতবাসী, পৃথিবীবাসী হয় খুশি।
এই পূর্ণ্য চন্দ্রযান,দেখাবে বিশ্ব ইতিহাসের রঙ,
ভারত তার জন্মদাত্রী,ভারত চেনাবে নতুন পথ,
সেই পথেতে বিশ্বচলে,এগিয়ে শুধু যাবার মন্ত্রে,
আমরা খুশি,পৃথিবী খুশি,হাসচ্ছে সবাই এক মন্ত্রে।
ভারত জয়ের পূর্ণ্য ধ্বজা,উড়লো চাঁদের বুকে।
#বাপি সরকার...........................................

©Bapi Sarkar
  #chandrayaan3