Nojoto: Largest Storytelling Platform

চেঁচামেচি নেই, ঢুকতে গিয়ে হাতের ইশারায় কিছু বক্তব্

চেঁচামেচি নেই, ঢুকতে গিয়ে হাতের ইশারায় কিছু বক্তব্য ছিল ‘ধর্ষক-খুনি’র, শুনানি শেষে শোনা গেল সে কথা

বুধবারও আদালতে প্রবেশ করার সময় চিৎকার করে কিছু বলার কার্যত সুযোগ পাননি ধৃত সিভিক। হাতের ইশারায় কিছু একটা বলার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু তা প্রায় কারও বোধগম্য হয়নি।

কালো কাচ তোলা গাড়ির ব্যবস্থা করে চিৎকার থামানো গিয়েছে। তবুও কিছু বলার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। মঙ্গলের মতো বুধবারও আদালতে প্রবেশ করার সময় চিৎকার করে কিছু বলার কার্যত সুযোগ পাননি তিনি। বুধবার হাতের ইশারায় কিছু একটা বলার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু তা প্রায় কারও বোধগম্য হয়নি। দু’-এক জনের আবার মনে হয়েছে, ধৃত সিভিক ভলান্টিয়ার ‘ফ্লাইং কিস’ দিয়েছেন আদালত চত্বরে উপস্থিত জনতার উদ্দেশে! অনেকেরই আবার তেমনটা মনে হয়নি। বর্তমান পরিস্থিতিতে তেমনটা অস্বাভাবিক এবং হওয়ার কথা নয় বলেই তাঁদের মত।

©BANGLE TIMES #R_G_KAR_CASE_HEARING
চেঁচামেচি নেই, ঢুকতে গিয়ে হাতের ইশারায় কিছু বক্তব্য ছিল ‘ধর্ষক-খুনি’র, শুনানি শেষে শোনা গেল সে কথা

বুধবারও আদালতে প্রবেশ করার সময় চিৎকার করে কিছু বলার কার্যত সুযোগ পাননি ধৃত সিভিক। হাতের ইশারায় কিছু একটা বলার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু তা প্রায় কারও বোধগম্য হয়নি।

কালো কাচ তোলা গাড়ির ব্যবস্থা করে চিৎকার থামানো গিয়েছে। তবুও কিছু বলার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। মঙ্গলের মতো বুধবারও আদালতে প্রবেশ করার সময় চিৎকার করে কিছু বলার কার্যত সুযোগ পাননি তিনি। বুধবার হাতের ইশারায় কিছু একটা বলার চেষ্টা করেছিলেন বটে, কিন্তু তা প্রায় কারও বোধগম্য হয়নি। দু’-এক জনের আবার মনে হয়েছে, ধৃত সিভিক ভলান্টিয়ার ‘ফ্লাইং কিস’ দিয়েছেন আদালত চত্বরে উপস্থিত জনতার উদ্দেশে! অনেকেরই আবার তেমনটা মনে হয়নি। বর্তমান পরিস্থিতিতে তেমনটা অস্বাভাবিক এবং হওয়ার কথা নয় বলেই তাঁদের মত।

©BANGLE TIMES #R_G_KAR_CASE_HEARING
bangletimes2800

BANGLE TIMES

New Creator