Nojoto: Largest Storytelling Platform

নামহীন থাকুক তোমার আমার ইতিমেয় অনাবশ্যক তোমার নাম

নামহীন থাকুক তোমার আমার ইতিমেয়
অনাবশ্যক তোমার নাম জানা ,
অনাবশ্যক তোমার ঠিকানা ,তোমার লিঙ্গ ,তোমার জাত ,
একান্ত প্রয়োজনে শুধু জ্ঞাত থাকুক ,
তোমার প্রতি সকল অনুভব।।
নামহীন থাকুক তোমার আমার সারসংক্ষেপ ,
অনাবশ্যকতায় থাক বিকলাঙ্গ বিক্ষেপ - 
অপ্রয়োজনীয় থাকুক পরিচয় ,
ইত্যাদি নামে তোমাকে চেনা থাক ,
বিস্মৃতিতে থাকুক তোমার আদরে তোলা আমার হাত ।।
নামহীন থাক তোমার আমার প্রথম দেখা ,
অনাবশ্যক স্মৃতিচারণ তোমার স্পর্শে থাক ,
তোমায় আর একটিবার নিজের মতন করে দেখতে -
নিলয়ে থাক আগামী জন্মের আর একটি ইচ্ছে ।। #yqdada #yqbaba #yqdidi #love #nostalgia #bengali #poetry #poem
নামহীন থাকুক তোমার আমার ইতিমেয়
অনাবশ্যক তোমার নাম জানা ,
অনাবশ্যক তোমার ঠিকানা ,তোমার লিঙ্গ ,তোমার জাত ,
একান্ত প্রয়োজনে শুধু জ্ঞাত থাকুক ,
তোমার প্রতি সকল অনুভব।।
নামহীন থাকুক তোমার আমার সারসংক্ষেপ ,
অনাবশ্যকতায় থাক বিকলাঙ্গ বিক্ষেপ - 
অপ্রয়োজনীয় থাকুক পরিচয় ,
ইত্যাদি নামে তোমাকে চেনা থাক ,
বিস্মৃতিতে থাকুক তোমার আদরে তোলা আমার হাত ।।
নামহীন থাক তোমার আমার প্রথম দেখা ,
অনাবশ্যক স্মৃতিচারণ তোমার স্পর্শে থাক ,
তোমায় আর একটিবার নিজের মতন করে দেখতে -
নিলয়ে থাক আগামী জন্মের আর একটি ইচ্ছে ।। #yqdada #yqbaba #yqdidi #love #nostalgia #bengali #poetry #poem