Nojoto: Largest Storytelling Platform

কেন এত কোলাহল, কারণ জানা, কোথায় নিবারণ দরকার, সেট

কেন এত কোলাহল, কারণ জানা, 
কোথায় নিবারণ দরকার, সেটাও চেনা,
দ্বিধার কুয়াশা এমন ঘিরে রয়েছে, 
যার বাইরে কাউকে দেখা যায়না। 
খুব ইচ্ছা, এক বার আবার শুরু করি, 
খুব আশা, এই বার নিজের খুশি পুর্ন করি, 
কিছু ঘটনা, কিছু মন বিদীর্ণ কথা
মনে করায়, যেন এক পাও না এগোই। 
চেষ্টা করেছি কিন্তু পারিনি, 
পিছনে ছুটেছি কিন্তু আশা ছাড়িনি, 
একটু পেতে গিয়ে অনেকটা নষ্ট হয়েছে, 
তবে এই শেষ হোক, আর কিছু বাকি রাখিনি।

©Ananta Dasgupta #Aasmaan #anantadasgupta #bengalicreation #Bengali_poem #bengaliquote #bengalikobita #nojotobengali
কেন এত কোলাহল, কারণ জানা, 
কোথায় নিবারণ দরকার, সেটাও চেনা,
দ্বিধার কুয়াশা এমন ঘিরে রয়েছে, 
যার বাইরে কাউকে দেখা যায়না। 
খুব ইচ্ছা, এক বার আবার শুরু করি, 
খুব আশা, এই বার নিজের খুশি পুর্ন করি, 
কিছু ঘটনা, কিছু মন বিদীর্ণ কথা
মনে করায়, যেন এক পাও না এগোই। 
চেষ্টা করেছি কিন্তু পারিনি, 
পিছনে ছুটেছি কিন্তু আশা ছাড়িনি, 
একটু পেতে গিয়ে অনেকটা নষ্ট হয়েছে, 
তবে এই শেষ হোক, আর কিছু বাকি রাখিনি।

©Ananta Dasgupta #Aasmaan #anantadasgupta #bengalicreation #Bengali_poem #bengaliquote #bengalikobita #nojotobengali