জয়ী বাঁকা চোখের মিষ্টি হাসি দিয়ো নাতো আর, যদি আঁটকে যাই সেখানে দোষ হবে কিন্তু তোমার। নিজেকে আমি বারণ করি তোমার কাছে যেতে, নিছক বায়না ধরে, সে চাইবে তোমায় পেতে, তুমিতো সে চাঁদ আমার, যাকে আকাশেতেই মানায়, দূর হতে যার মোহ আঁকড়ে ধরে আমায়, নিশ্চুপ হয়ে স্বপ্ন দেখবো, অবাস্তব তা তো জানি, স্বপ্ন দেখে মিটানো যায় বাস্তবতার গ্লানি, কেনোযে তোমার অবাক চাহুনিতে আমায় ঘায়েল করো? লাজুক হাসি দিয়ে মনে রোম নগরী গড়ো। আজ আমি তোমার আবেশ, খুব ভয় পাই, তোমার স্পর্শ পেলে আমি, আমাকে যে হারাই, তোমায় হয়তো বলা হবে না তুমি কতটা মায়াময়ী, সর্বদা মুখে হাসি রেখো তাহলে আমার ভালোবাসা হবে জয়ী। #জয়ী