জেডিএফ তহবিলের ৪ কোটি দিক নির্যাতিতার বাবা-মাকে, দাবি জেডিএ-র, জেডিএফ ঘোষণা করল নতুন কর্মসূচি গত ২৬ অক্টোবর আত্মপ্রকাশ করেছিল জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন জেডিএ। সে দিনই তারা জেডিএফের বিরুদ্ধে বিভিন্ন অ্যাকাউন্টে আন্দোলনের নামে কোটি কোটি টাকা তোলার অভিযোগ করেছিল। আরজি কর-কাণ্ডে আন্দোলনের ‘চালিকাশক্তি’ জুনিয়র ডক্টর্স’ ফ্রন্ট (জেডিএফ)-এর তহবিলে যে অর্থ রয়েছে, তা নির্যাতিতার বাবা-মায়ের হেফাজতে রাখার দাবি তুলল সদ্য তৈরি হওয়া জুনিয়র ডক্টর্স’ অ্যাসোসিশন (জে়ডিএ)। পাল্টা জেডিএফের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, সাধারণ মানুষ তাদের যে অর্থ দিয়েছেন, তা যাতে স্বচ্ছতার সঙ্গে খরচ হয়, সেই বিষয়টি তারাই দেখবে। এ ব্যাপারে বাইরের কারও কোনও কথায় কর্ণপাত করা হবে না। পাশাপাশি, শুক্রবার সাংবাদিক বৈঠক করে জেডিএফের তরফে আগামী ৯ নভেম্বরের একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তার আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার। ওই দিন আরজি কর-কাণ্ডের ৯০ দিন। ©BANGLE TIMES #JDF #JDA