ট্রাম্পের উপর তৃতীয় বার হামলার ছক কষা হয়েছিল অক্টোবরে! ইরানের দিকে আঙুল তুলছে আমেরিকা ফারহাদ শাকেরি নামে এক ইরানি গ্রেফতার হওয়ার পর থেকেই সেই দাবি আরও জোরালো হয়েছে। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি জেরায় স্বীকার করেছেন যে, গত ৭ অক্টোবর ট্রাম্পের উপর হামলার ছক কষা হয়েছিল। আমেরিকার সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিল ইরান। অন্তত তেমনই দাবি করছে সে দেশের প্রশাসন। ফারহাদ শাকেরি নামে এক ইরানি গ্রেফতার হওয়ার পর থেকেই সেই দাবি আরও জোরালো হয়েছে। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি জেরায় স্বীকার করেছেন যে, গত ৭ অক্টোবর ট্রাম্পের উপর হামলার ছক কষা হয়েছিল। আর এই অভিযোগ উঠেছে ইরানের রিভোলিউশনারি গার্ড (আইআরজিসি)-এর বিরুদ্ধে। ©BANGLE TIMES #Donald_Trump