Nojoto: Largest Storytelling Platform

#প্রেমে বা অপ্রেমে (অণুগল্প) ********************

#প্রেমে বা অপ্রেমে (অণুগল্প) 
****************************
"मेरा कुछ सामान
तुम्हारे पास पड़ा हैं
वो सावन के कुछ भीगे दिन
राख्खे हैं
और मेरे एक खत मे लीपटी
रात पड़ी हैं
वो रात बुझा दो
मेरा वो सामान लौटा दो"... (आशा भोंसले)
থ্যাঙ্ক ইউ নি। আজ সকালটা যে কী ভালো হয়ে গেল তোর সুইট ভয়েসে আমার প্রিয় গানে। সু তুই বুঝতে পারলি কেন এই গানটা গাইলাম! না তো, কেন! এবার নিনির গলা একটু গম্ভীর। আমি ঐদিন হোটেল রুমের ভিডিওটার কথা বলছি। কেন নি, তুই কি ভাবছিস আমি ঐ ভিডিওটার ক্লিপ বানিয়ে চিপ করে বাজারে ছড়াবো! এই চিনেছিস আমাকে এতদিনে! সৌরীশ আহত গলায় বলে!

       নারে সু, এত ক্লোজ ইনটিমেট সিন, যদি কারো চোখে পড়ে, তবে দুজনেই মুখ দেখাতে পারবোনা। তুই মিথ্যেই ভয় পাচ্ছিস নি। যখন মৌমা আমাকে ডিভোর্স করে চলে গেল, তোর ফ্রেন্ডশিপ আমাকে অক্সিজেন যুগিয়েছে। আজ দশবছরের বন্ধুত্ব আমাদের, কোনোদিন কোনো বেচাল দেখেছিস! সেদিন সারাদিন স্টিং অপারেশনের পর দুজনেই ভীষণ টায়ার্ড ছিলাম। কাছাকাছি থাকতে থাকতে রুমে এসে কখন যে দুজনে দুজনের ভেতর ডুবে গেছি বুঝতেই পারিনি।

     'वो शाम कुछ अजीब थी' রে নি। মনে হয় দুজনে দুজনকে আবিষ্কার করেছি। কিন্তু যা হয়েছে সবটাই স্বেচ্ছায়, কেউ তো কাউকে জোর করিনি। তোর কি আমার আদরটা ভালো লাগেনি! ফোনের ওপারে নিনির মুখটা লজ্জায় লাল হয়ে উঠলো। সত্যি সৌরীশ ওর ঠোঁট, গলা, বুক ছুঁয়ে কখন আরও আরও গহনে ভাবতে ভাবতে আবার শিহরিত হলো নিনি। কিন্তু ওরা তো বন্ধু, কেউ তো কারো প্রেমিক প্রেমিকা নয় তবে! এই প্রশ্নটা নিনি করলো সৌরীশকে।

       নি শোন, বন্ধুত্বেও হয়তো কোনো দাবি থাকে এটা নিয়ে বেশি মাথা ঘামাস না। বারবার এমন হয়না। আর ভিডিওটা ডিলিট করতে বলিস না। ওটা আমার একলা আকাশের আধখানা চাঁদ, আমাকে বাঁচিয়ে রাখবে। নিনি গুনগুন করে উঠলো ' অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে'
সেকি রে, আমার তো মনে হলো 'প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর' ঠিক বলছি তো! সৌরীশ বলে ওঠে। এবার দুজনেই হেসে ফেললো। নিনির মনটা অনেক হাল্কা হয়ে গেল।

      এরপর ফোনটা ছেড়ে দিয়ে নিনি ভাবতে থাকলো অপ্রেমে কি প্রেম এসেছিল, না সবটাই শরীরী খেলা! তবে এতো ভালো লেগেছিল কেন! এখনও শরীর মনের কোষ জুড়ে' একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি'...
*****************************************
       #রত্না

©Ratna Das
  #Aansu
#প্রেমে অপ্রেমে
ratnadas4988

Ratna Das

Bronze Star
New Creator
streak icon28

#Aansu #প্রেমে অপ্রেমে #জীবন #রত্না

72 Views