Nojoto: Largest Storytelling Platform

তুমি যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে উপসংহারের অপেক্ষ

তুমি যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে
উপসংহারের অপেক্ষায় প্রহর গুনছ, 
ভেঙেচুরে যাচ্ছে তোমার প্রতিটা নিশ্বাস;

আমরা তখনও নির্লজ্জের মতো খুঁজেছি 
তোমার ক্ষয়ে যাওয়ার পরিসংখ্যান; অথচ
মুখ ফুটে কেউ দেয়নি, পাশে থাকার আশ্বাস। 











পরিযায়ী #SushantSinghRajput 
#RIP 
#Memories 
#Love 
#Life 
#depression 
#Quotes 
#sadquotes
তুমি যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে
উপসংহারের অপেক্ষায় প্রহর গুনছ, 
ভেঙেচুরে যাচ্ছে তোমার প্রতিটা নিশ্বাস;

আমরা তখনও নির্লজ্জের মতো খুঁজেছি 
তোমার ক্ষয়ে যাওয়ার পরিসংখ্যান; অথচ
মুখ ফুটে কেউ দেয়নি, পাশে থাকার আশ্বাস। 











পরিযায়ী #SushantSinghRajput 
#RIP 
#Memories 
#Love 
#Life 
#depression 
#Quotes 
#sadquotes