Nojoto: Largest Storytelling Platform

সুর নরম ইরানের? পাল্টা হুঁশিয়ারির পথে না হেঁটে ইজ়

সুর নরম ইরানের? পাল্টা হুঁশিয়ারির পথে না হেঁটে ইজ়রায়েলি হামলা নিয়ে কী বার্তা দিলেন খামেনেই

গত শনিবার ভোরে দু’দফায় ইরানের রাজধানী তেহরান এবং পার্শ্ববর্তী এলাকায় হামলা চালিয়েছিল ইজ়রায়েল। বিমান থেকে ছুটে এসেছিল একের পর এক ক্ষেপণাস্ত্র।

ইজ়রায়েলের একের পর এক হামলার পর প্রথম মুখ খুললেন ইরানের শীর্ষনেতা আয়াতোল্লা আলি খামেনেই। তাঁর কথায় নেই পাল্টা আক্রমণের সুর। তবে তিনি ইজ়রায়েলি হামলাকে ‘ছোট’ করে দেখতে নারাজ। ইজ়রায়েলি হামলার পর কী করা উচিত, তা দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের হাতেই ছাড়লেন খামেনেই।

©BANGLE TIMES #Iran_Israel_Conflict
সুর নরম ইরানের? পাল্টা হুঁশিয়ারির পথে না হেঁটে ইজ়রায়েলি হামলা নিয়ে কী বার্তা দিলেন খামেনেই

গত শনিবার ভোরে দু’দফায় ইরানের রাজধানী তেহরান এবং পার্শ্ববর্তী এলাকায় হামলা চালিয়েছিল ইজ়রায়েল। বিমান থেকে ছুটে এসেছিল একের পর এক ক্ষেপণাস্ত্র।

ইজ়রায়েলের একের পর এক হামলার পর প্রথম মুখ খুললেন ইরানের শীর্ষনেতা আয়াতোল্লা আলি খামেনেই। তাঁর কথায় নেই পাল্টা আক্রমণের সুর। তবে তিনি ইজ়রায়েলি হামলাকে ‘ছোট’ করে দেখতে নারাজ। ইজ়রায়েলি হামলার পর কী করা উচিত, তা দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের হাতেই ছাড়লেন খামেনেই।

©BANGLE TIMES #Iran_Israel_Conflict
bangletimes2800

BANGLE TIMES

New Creator