Nojoto: Largest Storytelling Platform

সহস্র সান্নিধ্য করে নত নম্রতায়, অনাবিল অন্তর ভালো

সহস্র সান্নিধ্য করে নত নম্রতায়,
অনাবিল অন্তর ভালোবাসা অনাদি,
কলেজ, ক্যান্টিন আর অনার্স,
আমার খুব প্রিয় তনুশ্রী দি।

ব্যাগভর্তি বই আর খাতা,
লক্ষ্য ছিল পড়তে যাওয়া পড়াকেই,
কখনো খুনসুটি আর অজুহাত,
উদ্রেক হলেই বলেন "হমম্ সেই"।

হয়তো বুঝিনি কিছুই একদিনে,
তাই একখানা লাগবে বাজে খাতা,
হবে নাকি একখানা বাজে পেন?
বলেন "তোরা না পুরো যা তা"।

সব হয়েও হয়নি কিছুই,
 হচ্ছে না কিছুই যেন খুব টাফ্!
বোঝাবে আর কয়জন মোরে?
শুধু একটি কথা বলেন "নো চাপ"।

বর্ষ পুরো হয়তো পাবোনা তাঁকে!
অজানাগুলো কি হবে বন্দী?
কিছু অবোঝা থাকবে বাকি?
মনে হয় আসবেন না আর তনুশ্রী দি।

বছর ফুরিয়ে একদিন হঠাৎ,
 বিঁধবে মনে ফেলে আসা দিনগুলো,
বদ্ধ বইয়ের পাতায় বন্দি আর একবার
সেই কন্ঠে জীবন্ত হোক গাছগুলো। প্রিয়
সহস্র সান্নিধ্য করে নত নম্রতায়,
অনাবিল অন্তর ভালোবাসা অনাদি,
কলেজ, ক্যান্টিন আর অনার্স,
আমার খুব প্রিয় তনুশ্রী দি।

ব্যাগভর্তি বই আর খাতা,
লক্ষ্য ছিল পড়তে যাওয়া পড়াকেই,
কখনো খুনসুটি আর অজুহাত,
উদ্রেক হলেই বলেন "হমম্ সেই"।

হয়তো বুঝিনি কিছুই একদিনে,
তাই একখানা লাগবে বাজে খাতা,
হবে নাকি একখানা বাজে পেন?
বলেন "তোরা না পুরো যা তা"।

সব হয়েও হয়নি কিছুই,
 হচ্ছে না কিছুই যেন খুব টাফ্!
বোঝাবে আর কয়জন মোরে?
শুধু একটি কথা বলেন "নো চাপ"।

বর্ষ পুরো হয়তো পাবোনা তাঁকে!
অজানাগুলো কি হবে বন্দী?
কিছু অবোঝা থাকবে বাকি?
মনে হয় আসবেন না আর তনুশ্রী দি।

বছর ফুরিয়ে একদিন হঠাৎ,
 বিঁধবে মনে ফেলে আসা দিনগুলো,
বদ্ধ বইয়ের পাতায় বন্দি আর একবার
সেই কন্ঠে জীবন্ত হোক গাছগুলো। প্রিয়

প্রিয়