Nojoto: Largest Storytelling Platform

#সাপ ও সাপুড়ে ****************** ঘন অন্ধকারে রাত

#সাপ ও সাপুড়ে
******************
ঘন অন্ধকারে রাত ডুব দিল।

এখন গর্ত থেকে সাপেদের বেরোবার সময়
ঝোপেঝাড়ে, গলির মোড়ে ফণা তুলে দাঁড়িয়ে থাকে
একবার নধর বা কচি ব্যাঙ পেলেই হয়
গপ করে গিলবে
খেয়েদেয়ে মুখ মুছে সড়সড় করে লুকিয়ে পড়বে আড়ালে।

ডান্ডা মেরে ঠান্ডা!

পাগল! সাপেদের পোষা বাপ আছে তো!
সবদিক সামলে নেবে

ছোট ছোট সাপেরা একটু ভুল করে ব্যাঙ গিলেছে
তা, চোখের সামনে খাদ্য থাকলে খাদক কি আর চুপ করে বসে থাকে!
এটা মানবিকতা দিয়ে ভাবতে হবে।

মাঝেমাঝে কিছু সাপুড়ে তেড়েফুঁড়ে চেষ্টা করে সাপ ধরার

পিছলে বেরিয়ে যায় বাপেদের হাত ধরে সাপেরা

নষ্ট হাসি হেসে...
****************************************
     #রত্না

©Ratna Das
  #walkingalone
#সাপ ও সাপুড়ে
ratnadas4988

Ratna Das

Bronze Star
New Creator
streak icon1

#walkingalone #সাপ ও সাপুড়ে #কবিতা #রত্না

48 Views